শীতে জুবুথুবু কলকাতা! আরও নামবে পারদ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের (Weather Update) দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডিসেম্বরেই রাজ্য জুড়ে শীতের দাপট দেখা গিয়েছে। কনকনে শীতল হাওয়ায় একেবারে জুবুথুবু অবস্থা সকলের। তাইতো বেশ কয়েক দিন ধরেই ১৫ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। পিছিয়ে নেই উত্তরবঙ্গও। সেখানেও পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন এমনই এমনই থাকবে আবহাওয়া।

হাওয়া অফিস জানিয়েছে, এইমুহুর্তে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতেও তৈরি হয়েছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে জম্মু কাশ্মীর এলাকায়। তবে সেক্ষেত্রে চিন্তা নেই, কারণ এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। এইমুহুর্তে উত্তুরে হাওয়ার গতি অবাধ। ফলে আপাতত শীতের আমেজ জারি থাকবে রাজ্যে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় কোনও আপডেট নেই। আগামী কয়েকদিন, এক ডিগ্রি বা দু’ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করতে পারে এলাকায়। আর তার সঙ্গে বইবে উত্তুরে হাওয়া। পশ্চিমী জেলাগুলিতেও শীতের আমেজ থাকবে ভরপুর। জানা গিয়েছে আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আর উপকূলের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।

আরও পড়ুন: শুধু রিয়াজুলই নয়, গীতাপাঠের দিন হিন্দু চিকেন প্যাটিসবিক্রেতাকেও মারধর!

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শীতের আবহাওয়া বজায় থাকবে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফে। তবে আগামী কয়েকদিন উত্তরাঞ্চলেও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না বলেই আশা করা যাচ্ছে। এইমুহুর্তে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি, পার্বত্য অঞ্চলে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলায় ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। পাশাপাশি ঘন কুয়াশা সতর্কতাও জারি করা হয়েছে।

Leave a Comment