টোল ট্যাক্সে ৫০% ছাড়! বাঁচবে কষ্টের টাকা, বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় টোল প্লাজার ক্ষেত্রে সম্প্রতি একাধিক পরিবর্তন এনেছে কেন্দ্র। গাড়ির চালকদের সুবিধার্থে এবার বার্ষিক FAStag পাস আনা হয়েছে। খুব শীঘ্রই সেই নিয়ম কার্যকর হবে। তবে তার আগেই এবার চালকদের সুবিধার্থে টোল ট্যাক্সের (Toll Tax) ক্ষেত্রে আরও একটি বড় পরিবর্তন আনল সরকার। জানা যাচ্ছে, সরকারের এই নতুন নিয়মে এবার থেকে ভারতীয়দের টোল ট্যাক্স হয়ে যাবে অর্ধেক। হ্যাঁ, মূলত দেশবাসীর পকেটের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত দিল্লির।

টোল ট্যাক্সের খরচ হবে অর্ধেক

বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিভিন্ন হাইওয়ে, বাইপাসের ফ্লাইওভার বা আন্ডার পাসের সড়ক গুলিতে এবার থেকে চালকদের টোল ট্যাক্সের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র। আপাতত যা খবর, ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে বাইপাস বা হাইওয়ের অন্তত অর্ধেক অংশ বা 50 শতাংশ জুড়ে ফ্লাইওভার রয়েছে, মূলত সেই সব আন্ডার পাসের রাস্তাগুলির টোল ট্যাক্স এবার অর্ধেক করতে চলেছে সরকার।

জানিয়ে রাখি, বর্তমানে ভারতের এই ধরনের রাস্তা গুলিতে যেসব গাড়ি চলাচল করে তাদের থেকে মোটা অঙ্কের টোল ট্যাক্স কাটে সরকার। হিসেবের অঙ্কে গেলে অর্থটা নেহাতই কম নয়। বলে রাখি, বর্তমানে ভারতের এই ধরনের সড়কগুলি থেকে জাতীয় সড়কের সাধারণ টোলের তুলনায় অন্তত 10 গুণ বেশি টাকা আদায় করে সড়ক ও পরিবহন দপ্তর।

এবার সেই সব রাস্তাগুলির ক্ষেত্রেই নরম হচ্ছে কেন্দ্র। জানা যাচ্ছে, এবার থেকে দেশের বিভিন্ন রাজ্যে মূলত যেসব জায়গায় হাইওয়ে বা বাইপাসের অর্ধেক অংশজুড়ে ফ্লাইওভার রয়েছে, সেইসব ফ্লাইওভার সংলগ্ন রাস্তাগুলির ক্ষেত্রে 10 গুণ টোলের পরিমাণ অর্ধেক করে 5 গুন করা হবে। সেই মর্মে, খুব শীঘ্রই নতুন নির্দেশিকা আসবে বলেই খবর।

অবশ্যই পড়ুন: চিনের আধিপত্য বিস্তারের স্বপ্ন ভাঙল ভারত! শ্রীলঙ্কার ডকইয়ার্ড এখন দেশীয় সংস্থার

প্রসঙ্গত, সাধারণত পূর্বের সরকারি নিয়ম অনুযায়ী, ভারতের যেসব জাতীয় সড়ক বা বাইপাসে ফ্লাইওভার অথবা টানেল থাকে, মূলত সেইসব রাস্তা গুলিতে 10 গুণ বেশি তোল দিতে হয় চালকদের। আসলে, রাস্তার পরিকাঠামোগত উন্নতির জন্যেই এই অতিরিক্ত অর্থ নেওয়া হয় বলেই খবর।

তবে এবার সরকারি সিদ্ধান্তে সেই নিয়মে ছেদ পড়ছে। এক কথায়, এবার থেকে আর আন্ডার পাস ফ্লাইওভার সংলগ্ন রাস্তাগুলিতে যাতায়াতের জন্য 10 গুণ অতিরিক্ত টোল দিতে হবে না কাউকেই। কাজেই কেন্দ্রের এমন সিদ্ধান্তে যে, মধ্যবিত্তের পকেটে কিছুটা হলেও স্বস্তি ফিরবে সে কথা বলাই যায়।

Leave a Comment