সহেলি মিত্র, কলকাতাঃ হাড় কাঁপানো ঠান্ডায় যুবুথুবু অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষের। এদিকে যত সময় এগোচ্ছে ততই বাংলার জেলায় জেলায় তৈরি হচ্ছে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। আপাতত এইরকম শীতের দাপট বাংলাজুড়ে বজায় থাকবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঠান্ডায় কাঁপবেন পাহাড় থেকে শুরু করে সমতলের মানুষজন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জায়গা ও তার সংলগ্ন অঞ্চলে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, বরং রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। ভোরের দিকে এবং রাত্রেবেলা বিভিন্ন স্থানে কুয়াশা পরিলক্ষিত হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে আগামী দিনে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ মারাত্মক শীত পড়তে পারে বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমের শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনে। সর্বনিম্ন পারদ থাকবে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর পাশাপাশি শীত থাকবে হাওড়া, কলকাতা, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
অনেকেই বলেছে, বিগত বছরে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে ডিসেম্বরের শুরুতে সেরকম কোন শীত পড়েনি। তবে এবারে সব রেকর্ড ভেঙে গিয়েছে। কলকাতা তাপমাত্রা এক ধাক্কায় ১৫ ডিগ্রী কাছাকাছি চলে গেছে, এবং পশ্চিমাঞ্চলে জেলাগুলির তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি কাছাকাছি নেমে গিয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গজুড়ে এখন ফুল দমে শীতের ইনিংস চলছে। আপাতত আজ ও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে বিগত সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে ১০-১২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। উত্তরবঙ্গের জেলাগুলো মধ্যে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পর্যটকদের বিশেষ করে যারা শীতপ্রেমী তাঁদের একদম পোয়া বারো হবে।
আগামীকালের আবহাওয়া
শনিবারের কথা বলে, এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কনকনে শীতের স্পেল চলবে পাহাড়ি দুই জেলা দার্জিলিং ও কালিম্পং-এ। এছাড়া শীত থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম, হাওড়া, কলকাতা, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।