মালদা-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস থেকে একগুচ্ছ ট্রেন পেতে পারে বাংলা, কোন কোন রুটে?

New Train For Bengal

সহেলি মিত্র, কলকাতাঃ সবকিছু ঠিকঠাক থাকলে বাংলা খুব শীঘ্রই একগুচ্ছ ট্রেন (New Train For Bengal) উপহার পেতে পারে। আর যার ফলে উপকৃত হবেন বিভিন্ন লাইনের মানুষ। আসলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একগুচ্ছ দাবি জমা পড়েছে। বাংলা থেকে একগুচ্ছ ট্রেন চালু করার দাবি জানিয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ। সেইসঙ্গে বৈঠক ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন রুটে ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে রেলমন্ত্রীর কাছে? চলুন বিশদে জেনে নেবেন।

বাংলা থেকে একগুচ্ছ ট্রেন চালানোর প্রস্তাব গেল রেলমন্ত্রীর কাছে

জানা গিয়েছে, মালদা-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস, হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস, প্রতিদিন সকাল ১০টা নাগাদ বর্ধমান থেকে মুর্শিদাবাদ অবধি ট্রেন, রানাঘাট-মালদা লোকাল, রানাঘাট-রামপুরহাট লোকাল ট্রেন, মুর্শিদাবাদ-চেন্নাই এক্সপ্রেস, মুর্শিদাবাদ-বারাণসী এক্সপ্রেস (সাপ্তাহিক স্পেশাল), গুয়াহাটি-শিয়ালদা এক্সপ্রেস রানাঘাট-মালদা লোকাল ট্রেন সহ নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু করা, মুর্শিদাবাদ শহরে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ, নসিপুর ব্রিজ দিয়ে নতুন ট্রেন চালানো ও কয়েকটি ট্রেনের রুটকে মুর্শিদাবাদ জংশন পর্যন্ত নিয়ে যাওয়ার মতো একগুচ্ছ দাবি নিয়ে রেলমন্ত্রীর কাছে হাজির হয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ। সেই সাক্ষাতের পরে তিনি জানিয়েছেন, ‘আজ ভারতের রেলমন্ত্রীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছেন।’

সিউড়ি থেকেও নতুন ট্রেন চলতে পারে

গৌরীশঙ্করের পাশাপাশি রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। সাক্ষাতের পর তিনি বলেন, ‘কয়েকটি রেল পরিষেবা সংক্রান্ত বিষয় অনুমোদন করানোর সুযোগ পেয়েছি। সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেসের চিনপাইয়ে স্টপেজ খুব দ্রুত হবে। সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু সিউড়ি পর্যন্ত সম্প্রসারিত হবে। এর ফলে রাতে রামপুরহাট থেকে সিউড়ি আসার ব্যবস্থা হতে চলেছে। একইভাবে সকালে ট্রেন যোগে রামপুরহাট-সাহেবগঞ্জ বা উত্তরবঙ্গে যাওয়া সুগম হবে। অর্থাৎ সিউড়ির জন্য আরও একটি নতুন রেল পরিষেবা।’

আরও পড়ুনঃ ২০২৬ সালে স্কুল ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের, দেখুন লিস্ট

বাড়তে পারে নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজও। বিজেপি নেতা জানিয়েছেন, ‘নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাটে স্টপেজেরও ব‍্যবস্থা হল। বাকি রইল হাটজানবাজার ওভারব্রিজ। কাজ সম্পূর্ণ হলেই তার উদ্বোধনেও চমক থাকবে। খুবই ফলপ্রসূ আজকের এই সাক্ষাৎ। সিদ্ধান্ত পাকা, রেল মন্ত্রকের বাস্তবায়ন-রূপায়ণে যতটুকু সময় লাগে তা আমাদের দিতে হবে। আরও বড় একটি কাজ করেছি। কয়েকদিনের মধ্যে সেটাও জানাব।’

Leave a Comment