শনি-রবি মিলিয়ে হাওড়া ডিভিশনে বাতিল ৩০টি লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

Howrah railway division

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের দুর্ভোগ যেন কমারই নাম নিচ্ছে না। প্রতিদিনই কিছু না কিছু কাজের জন্য ট্রেন বাতিল থাকছে, দেরিতে চলছে নয়তো সময় বদলে দেওয়া হচ্ছে। এরকম নিত্যদিনের ঘটনায় বিরক্ত সাধারণ রেল যাত্রীরাও। তবে এখনই কিন্তু কষ্টটা লাঘব হবে না, এর কারণ এবার হাওড়া ডিভিশনে (Howrah railway division) একটানা উন্নয়নমূলক কাজের জন্য বহু লোকাল ট্রেন বাতিল করে দিয়েছে রেল। সেইসঙ্গে কিছু ট্রেনের সময় অবধি বদলে দেওয়া হয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ T20 বিশ্বকাপের আগে চূড়ান্ত ব্যর্থ সূর্যকুমার! খোয়াতে পারেন টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনে তারকেশ্বর শাখায় হরিপাল স্টেশনে ব্রীজ নং ৪৫ এবং শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মধ্যে ব্রীজ নং ৩-এ গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং কাজ হওয়ার জন্য আগামী শনিবার এবং রবিবার আপ ও ডাউন লাইনে ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। শনিবার ২২:৫০ মিনিট থেকে ১৪ ডিসেম্বর রবিবার সকাল ৯:৫০ মিনিট, এই সময়ের মধ্যে বহু ট্রেন বাতিল করেছে রেল। আর সবটাই হল লোকাল ট্রেন। চলুন জেনে নেওয়া যাক বিশদে।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) শনিবার তারকেশ্বর-হাওড়াগামী ৩৭৩৫২, ৩৭৩৫৪ লোকাল ট্রেন বাতিল থাকবে।

২) এছাড়া হাওড়া-তারকেশ্বরগামী ট্রেন নম্বর ৩৭৩৪৯ এবং ৩৭৩৫১ লোকাল বাতিল থাকবে।

৩) এবার আসা যাক রবিবারের প্রসঙ্গে। জানা গিয়েছে, ছুটির দিন তারকেশ্বর হাওড়াগামী ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮,
৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩৫৬, ৩৭৩৫৮ বাতিল থাকবে।

৪) তারকেশ্বর-শেওড়াফুলি- ৩৭৪১২, ৩৭৪১৬।

৫) গোঘাট-হাওড়া- ৩৭৩৭২।

৬) আরামবাগ-হাওড়া-৩৭৩৬০।

৭) হরিপাল-হাওড়া-৩৭৩০৮।

৮) হাওড়া-গোঘাট- ৩৭৩৭১।

৯) হাওড়া-তারকেশ্বর- ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩৫৩, ৩৭৩৫৫।

১০) শেওড়াফুলি-তারকেশ্বর- ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া-আরামবাগ- ৩৭৩৫৯।

১১) হাওড়া-হরিপাল- ৩৭৩০৭।

এছাড়া এই ডিভিশনে বেশ কিছু ট্রেন সংক্ষিপ্ত যাত্রা করবে। জানা গিয়েছে, ৩৭৩৭৩ হাওড়া-গোঘাট লোকাল রবিবার ১৪ ডিসেম্বর তারকেশ্বর থেকে সকাল ৯:১০ মিনিটে সংক্ষিপ্ত যাত্রা শুরু করে গোঘাট অবধি যাবে এবং হাওড়া ও তারকেশ্বরের মধ্যে পরিষেবা বাতিল থাকবে।

Leave a Comment