প্রধানমন্ত্রীর বাড়িতে NDA-র নৈশভোজের আসর, পাতে ১২ রকমের নিরামিষ লোভনীয় আইটেম

NDA Dinner PM Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের অনুষ্ঠান বেশ সাড়া ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে। এবার সেই অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই এনডিএ জোটের সকল সাংসদকে একসঙ্গে নিজের বাসভবনে নৈশভোজের অনুষ্ঠান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার সেই আমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হয়েছিলেন বিজেপি-সহ এনডিএ-র শরিক দলগুলির ৪০১ জন সাংসদ। ছিলেন পশ্চিমবঙ্গের সাংসদেরাও।

নৈশভোজের আসর প্রধানমন্ত্রীর বাসভবনে!

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নৈশভোজের আসরে উপস্থিত হয়ে সকল সাংসদের সঙ্গে কুশল বিনিময় করেন। জানান, এনডিএ-র সাংসদদের একসঙ্গে নাকি বাড়িতে ডেকে খাওয়ানোর ইচ্ছা তাঁর অনেক দিনের। তাই এবার সেই ব্যবস্থাই বাস্তবের রূপ নিল। বিহার বিধানসভা ভোটে এদিন বিপুল সাফল্যের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ৭, লোক কল্যাণ মার্গে এনডিএ-র সাংসদদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই জমকালো আয়োজনে রীতিমত বাকরুদ্ধ হয়ে গেল সকলে। শুধু তাই নয় আহার ব্যবস্থা নিয়েও সকলে বেশ অবাক হয়ে গিয়েছিল।

চমক আনা হয়েছিল নৈশভোজের টেবিলে

রিপোর্ট মোতাবেক বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নৈশভোজের আসরে এক-একটি টেবিলে প্রায় সাত থেকে আট জন করে সাংসদের বসার ব্যবস্থা করা হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিজ নিজ টেবিলে সমন্বয়ের দায়িত্ব পেয়েছিলেন। বসার আয়োজন এমন ভাবে করা হয়েছিল যাতে, প্রতি টেবিলে অন্তত এক জন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকেন। একই রাজ্য থেকে বেশি সাংসদকে একসঙ্গে না রেখে বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন শরিক দলের সাংসদকে মিলিয়ে মিশিয়ে বসতে বলা হয়েছিল। অন্যদিকে খাবারের জন্য ছিল এলাহি আয়োজন। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য পরিবেশিত নিরামিষ মেনু যেমন নজর কেড়েছিল, তেমনই এবার আলোচনায় উঠে এসেছে এনডিএ-র নৈশভোজের বাহারি পদ।

এলাহি আয়োজন নিরামিষ পদে

সূত্রের খবর, এনডিএ-র সাংসদদের জন্য নিরামিষ পদে সাজানো হয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবনের খাদ্যতালিকা। প্রায় ১২ রকমের নিরামিষ আইটেম করা হয়েছিল সকলের জন্য। ছিল একাধিক নিরামিষ স্যুপ, কাটলেট, কোপ্তা, ডাল, নানা ধরনের ফল এবং ফলের রস। এ ছাড়া, রুটি, পরোটা এবং বিশেষ এক ধরনের ফ্রায়েড রাইস ছিল খাদ্যতালিকায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই তালিকা। জানা গিয়েছে শরবত হিসেবে ছিল আদা দিয়ে কমলালেবুর রস, ডালিমের রস। এছাড়াও সব্জ বাদাম শোরবা, কাকুম মটর আখরোট শামি, কোথিম্বির বড়া, গোঙ্গুরা পনির, খুবানি মালাই কোফতা, গাজর-মেথি-মটর ভাজা, ভিণ্ডি সাম্ভারিয়া ইত্যাদি। এছাড়াও তালিকায় ছিল পালাকুরা পাপ্পু, কালে মোতি চিলগোজা পুলাও, রুটি, মিসি রুটি, নান, লাচ্ছা পরোটা। পাশাপাশি ডেজার্টে ছিল বেকড পিস্তা ল্যাংচা, আদা প্রদামান, তাজা ফল তার সঙ্গে কাশ্মীরি ছোঁয়া দিতে পাতে রাখা হয়েছিল কাশ্মীরি কাহওয়া।

আরও পড়ুন: বৃহস্পতিবারেই শেষ এনুমারেশন পর্ব! খসড়া থেকে বাদ কত জন? বড় আপডেট কমিশনের

সাংসদদের এলাহি নৈশভোজ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নিরাপত্তা নিয়েও এদিন একাধিক পদক্ষেপ এবং সতর্কতাও নেওয়া হয়েছিল। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে আয়েজিত NDA সাংসদদের এই নৈশভোজ অনুষ্ঠানে সংসদ ভবন থেকে সাংসদদের যে বাসে করে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, তাতে নিরাপত্তার দায়িত্বে ছিল এসপিজি। নিরাপত্তার খাতিরে প্রত‍্যেককে মোবাইল ফোন জমা রেখে ভিতরে প্রবেশ করতে হয়েছিল।

Leave a Comment