প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনের এনুমারেশন পর্ব শেষ হয়েছে। যদিও নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে ১১ ডিসেম্বর রাত বারোটার মধ্যে এনিউমারেশন ফর্ম ফিলআপের কাজ শেষ করতে হবে। তাই সেই অনুযায়ী বন্ধ হল সাইট। এদিকে SIR প্রক্রিয়ার মাঝেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে সময়সীমা শেষ হয়ে গেলেও নাকি SIR এর ফর্ম পূরণ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এনুমারেশন ফর্ম পূরণ করেনি মমতা!
বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফর্ম ফিল আপ না করার কথা সকলকে জানান। যদিও কেন সে ফর্ম ফিলাপ করেনি সেই নিয়েও একাধিক কারণ তুলে ধরেছিলেন। তিনি বলেন, ‘শুনুন আমি এখনও ফর্ম ফিলআপ করিনি। কেন করিনি? তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম। সাতবার সাংসদ হয়েছি। আর আপনাদের আর্শীবাদ, শুভেচ্ছায় তিনবার মুখ্যমন্ত্রীও হয়েছি। আমাকে আজকে প্রমাণ করতে হবে, আমি ভারতের নাগরিক কি না? এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভালো।’ এছাড়াও এদিন SIR নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। মমতার সোজা সাপটা কথা সে কিছুতেই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করবে না যে সে দেশের নাগরিক কি না।
কী বলছে কমিশন?
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, এনুমারেশন পর্ব শেষ হয়েছে, এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর SIR ফর্ম পূরণ না করা নিতে একাধিক বিতর্ক প্রকাশ্যে উঠে আসছে। এদিকে দেশের নির্বাচনী আইন বলছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের বিচারপতিদের মতো কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীও একজন ‘চিহ্নিত ভোটার’ বা ‘মার্কড ইলেক্টর’। সেক্ষেত্রে আগে থেকেই তাঁর নাম ভোটার তালিকায় নথিভুক্ত। তাই তিনি ফর্ম ফিলআপ না করলেও অসুবিধা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর মতো পদে থাকা ব্যক্তিদের স্বয়ংক্রিয় ভাবেই নাম নথিভুক্ত হয়ে যায়। এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “নির্বাচনী বিধির ৪-ডি ধারায় অনুযায়ী ফর্ম পূরণ না করলেও মার্কড বা ফ্ল্যাগড ভোটারদের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হবে। কিন্তু মূল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি জমা দিতেই হবে।”
আরও পড়ুন: প্রায় ৪৭ হাজার বেশি আবেদন, প্রাথমিক নিয়োগে ইন্টারভিউ নিয়ে বড় আপডেট পর্ষদের
উল্লেখ্য, SIR পর্বের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধতার সুরে এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন যে, “গোটা রাজ্যের মানুষ যতক্ষণ না এনুমারেশন ফর্ম পূরণ করছেন, ততক্ষণ তিনি নিজেও ফর্ম ফিলআপ করবেন না।” তবে বাংলার মানুষকে এনুমারেশন ফর্ম ফিলআপ করার কথা বার বার মনে করিয়ে দিয়েছেন তিনি। এমনকি যদিও কারও নাম বাদ যায় তাহলে তিনি যে ছেড়ে দেবেন না সেই নিয়েও নির্বাচন কমিশনকে বার বার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।