বাংলাদেশ থেকে আসা ৩৫ জন হিন্দুকে ভারতীয় নাগরিকত্ব দিল ওড়িশা সরকার!

Government of Odisha

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ওড়িশায় কার্যকর হল নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-র প্রক্রিয়া। বৃহস্পতিবার ওড়িশার (Government of Odisha) মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ থেকে আগত ৩৫ জন হিন্দু ধর্মাবলম্বীকে ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন। এর জেরে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫১ জন মানুষ নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব পেলেন। এমনকি রাজ্যে ১১০০টি আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে পালিয়ে আসা পরিবারগুলি পেল স্বস্তি

ডিরেক্টরেট অফ সেনসাস অপারেশনের একটি রিপোর্ট অনুযায়ী, নাগরিকত্ব পাওয়া ৩৫ জন ছিল বাংলাদেশের হিন্দু। তাদের বেশিরভাগ বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। পরিতোষ সরকার নামে নাগরিকত্ব পাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, আমি ছোট ছিলাম। তাই কিছু মনে নেই। তবে বাবা-মা বলছেন, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার প্রতিশোধ হিসেবে বাংলাদেশের হিন্দুদের উপর গণহত্যা শুরু হয়েছিল। জোর করেই ধর্মান্তর করার চেষ্টা, এমনকি প্রতিবাদ করলে নির্যাতন সবকিছুই চলত। অনেক মহিলাকে যৌনভাবে হেনস্থা করা হত। পরিতোষ তাঁর ভাইবোনসহ কলকাতা হয়ে ওড়িশার নবরংপুর জেলার ওমরকোটে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অবশেষে ভারতের নাগরিকত্ব পেলেন তাঁরা।

এদিকে এই তালিকায় রয়েছেন কিরণ মন্ডল নামের এক ব্যক্তি। তিনি নাগরিকত্ব পেলেও তাঁর মা এবং ভাই কাগজপত্রের অসঙ্গতি থাকার কারণে এখনও পর্যন্ত নাগরিকত্ব পাননি। জেলা এবং রাজ্যস্তরের কমিটির কাছে তাঁদের আবেদন পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, ১৯৫০ এর দশকে পূর্ব পাকিস্তানে অত্যাচার, বৈষম্য আর হেনস্থার শিকার হয়ে বহু হিন্দু বাঙালি সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসে। আর তখন পশ্চিমবঙ্গ সরকার বিপুল সংখ্যক উদ্বাস্তু সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেয়েছিল। সেই কারণে তাঁদের পুনর্বাসনের জন্য মধ্যপ্রদেশ এবং ওড়িশার দণ্ডকারণ্য অঞ্চলকে বেছে নেওয়া হয়।

আরও পড়ুন: প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০

সেই সূত্রে মলকানগিরি এবং নবরংপুর জেলায় মোট ২০০ পুনর্বাসন গ্রাম তৈরি করা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে বাংলাদেশে পরিস্থিতি খারাপ হলে হিন্দু পরিবারগুলি এখানে আত্মীয়দের কাছে আশ্রয় নেওয়া শুরু করে। পাশাপাশি ২০২৪ সালের ১১ মার্চের একটি নিয়ম অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে নিপীড়নের কারণে ৩১ ডিসেম্বর, ২০১৪ আগে ভারতে প্রবেশ করা সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্বের জন্য বৈধ আবেদন করতে পারবে। সেই সূত্রেই তাঁরা এবার ভারতের নাগরিকত্ব পেল।

Leave a Comment