জানুয়ারিতে কর্মী ও পেনশনভোগীদের জন্য আসছে সুখবর? এতটা বাড়তে পারে DA

DA Employee

সহেলি মিত্র, কলকাতা : কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল জরুরি খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের নতুন বছরে সামান্য বেতন বৃদ্ধির নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে। ২০২৬ সালে জানুয়ারিতেই বাড়তে পারে DA। জানুয়ারি থেকে কার্যকর মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ সংশোধনী মাত্র ২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যদি এটি ঘটে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৫৮% থেকে বেড়ে ৬০% হবে, যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন বৃদ্ধি। উল্লেখ্য যে মহার্ঘ্য ভাতা গণনা করা হয় শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) এর উপর ভিত্তি করে।

জানুয়ারিতে ২% বাড়বে DA?

২০২৫ সালের জুলাই থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সূচকটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ইঙ্গিত দেয়। সকলেই চাইছেন সামনের বছর মহার্ঘ্য ভাতা অন্তত ৩% বাড়ুক অর্থাৎ ৬১% হোক। এখনো কেন্দ্রীয় কর্মীরা ৫৮ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন।

আরও পড়ুনঃ খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কীভাবে চেক করবেন? রইল পদ্ধতি

সপ্তম বেতন কমিশনের ১০ বছরের চক্রের বাইরে এটিই হবে প্রথম সংশোধনী। সপ্তম বেতন কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেষ হচ্ছে। অপরদিকে অষ্টম বেতন কমিশন নিয়ে সব কাজ শুরু করেছে সরকার। এর শর্তাবলী (ToR) বাস্তবায়নের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করেনি কেন্দ্রের মোদী সরকার। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় রয়েছে এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য রিপোর্ট জমা দেওয়ার পর সাধারণত ১-২ বছর সময় লাগে। এর অর্থ হল কর্মচারীরা ২০২৭ সালের শেষ নাগাদ অথবা ২০২৮ সালের প্রথম দিকে অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে পারেন।

উত্তেজনায় ফুটছেন কেন্দ্রীয় কর্মীরা

কর্মচারীদের সবচেয়ে বড় উদ্বেগ হলো নতুন বেতন কাঠামো ২০২৬ সালের জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে কিনা, কারণ সরকার সংসদে এই বিষয়ে স্পষ্ট উত্তর দেয়নি। অতএব, এটা প্রায় নিশ্চিত যে আগামী কয়েক বছর ধরে, অষ্টম বেতন কমিশন সম্পূর্ণরূপে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত, বর্তমান কাঠামো অনুসারে মহার্ঘ্য ভাতা অব্যাহত থাকবে। ভাতার এই সামান্য বৃদ্ধিও তাৎপর্যপূর্ণ কারণ অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের পরে, সেই সময়ের ডিএ মূল বেতনের সাথে যোগ করা হয় এবং ডিএ আবার শূন্য থেকে শুরু হয়। এর অর্থ হল, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত চারটি ভাতা সংশোধন সরাসরি নতুন বেতন কাঠামোতে আপনার মূল বেতন নির্ধারণ করবে। এখন দেখার সামনের বছর কতটা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পায়।

Leave a Comment