সৌভিক মুখার্জী, কলকাতা: ফের একবার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ঝড় দেখল গোটা বিশ্ব। দুবাইতে আজ শুরু হয়েছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ 2025। আর টুর্নামেন্টের প্রথম দিনেই বৈভব সূর্যবংশীর ব্যাটে উঠল ঝড়। ভারতের প্রতিভাবান তরুণ ব্যাটার বৈভব একাই ঘুরিয়ে দিলেন খেলা। বিধ্বংসী 171 রানের ইনিংস খেললেন মাত্র 95 বলে। যার জেরে UAE এর সামনে 433 রানের পাহাড়সম রানের স্কোর গড়ে তুলল টিম ইন্ডিয়া।
বৈভব সূর্যবংশীর ব্যাটিং ঝড়
এদিন টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় দলের শুরুটা মোটেও ভালো হয়নি। অধিনায়ক আয়ুশ মাহাত্রে মাত্র 4 রান করে সাজঘরে ফেরেন। তবে সেখান থেকে ম্যাচের হাল ধরেন বৈভব সূর্যবংশী। আর তাঁর সঙ্গী হন অ্যারন জর্জ, যিনি 69 রানের ইনিংস খেলেও বৈভবের সঙ্গে দ্বিতীয় উইকেটে 212 রানের এক বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন। বৈভব 56 বলে সেঞ্চুরি ছোঁয়ার পর যেন আরও বিধ্বংস হয়ে ওঠেন। হ্যাঁ, মাত্র 95 বলেই এদিন 171 রানের এক বিস্ফোরক ইনিংস আসে তাঁর ব্যাট থেকে।
প্রসঙ্গত, আজ বৈভব 14টি ছক্কা এবং 9টি চার হাকিয়েছেন, যা অনূর্ধ্ব 19 এশিয়া কাপের অন্যতম সেরা ইনিংস বলা চলে। অন্যদিকে অ্যারন জর্জের ব্যাট থেকে এসেছে 69 রান, বিহান মালহোত্রা করেছেন 69 রান, বেদান্ত ত্রিবেদী করেছেন 38 রান, অভিজ্ঞান কুন্ডু করেছেন 17 বলে 32 এবং কনিষ্ক চৌহান 12 বলে 18। যদিও শেষ দিকে কুন্ডু এবং চৌহানের ছোট ছোট ইনিংস ভারতের স্কোর 400 এর উপরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
আরও পড়ুন: বদলে যাচ্ছে একশ দিনের কাজের প্রকল্পের নাম! বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার
এক কথায়, আজ ভারতের ব্যাটিংয়ের সামনে ঘুরেই দাঁড়াতে পারেনি UAE এর বোলাররা। তার মধ্যেও সফল হয়েছেন যুগ শর্মা এবং উদীশ সুরি। দু’জনেই দু’টি করে উইকেট পেয়েছেন। অন্যদিকে শৈলান ডিসুজা এবং ইয়াইন রাই নেন একটি করে উইকেট পেয়েছেন। জিততে গেলে UAE এর দরকার 434 রান। যদিও শুরুর দিকেই (প্রতিবেদন লেখা পর্যন্ত) ছটি উইকেট হারিয়েছে UAE।