১৫ ডিসেম্বর ডেডলাইন! অগ্রিম কর শোধ না করলেই গুনতে হবে জরিমানা

Income Tax Advance Payment

সৌভিক মুখার্জী, কলকাতা: ১৫ ডিসেম্বরের মধ্যে জমা করতে হবে আয়করের তৃতীয় কিস্তির টাকা (Income Tax Advance Payment)। নাহলেই করদাতাদের পোহাতে হবে ভোগান্তি। হ্যাঁ, দিতে হবে মোটা অংকের জরিমানা। বছরের শেষে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে আয়কর দফতর। আর সেখানে অগ্রিম করের তৃতীয় কিস্তির টাকা জমা করার ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে ১৫ ডিসেম্বর। তাই আগামী তিন দিনের কিস্তির টাকা পরিশোধ করতে হবে।

অগ্রিম কর কী এবং কেন দিতে হয়?

আসলে যে সমস্ত করদাতাদের আয় বেশি, তাদের আর্থিক বছরের শেষে এককালীন আয়করের বদলে তিন মাস অন্তর কিস্তিতে কর পরিশোধ করার সুযোগ দিয়ে থাকে কেন্দ্র সরকার। আর এই ব্যবস্থাকেই বলা হয় অগ্রিম কর বা অ্যাডভান্স ট্যাক্স। এটি সম্পূর্ণ আয়ের উপরে নির্ধারিত হয়। অর্থবর্ষে মোট করের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কিস্তিতে কর মেটানো যায়।

কাদের দিতে হবে অগ্রিম কর?

আয়কর আইন অনুযায়ী, যাদের মোট আনুমানিক কর ১০ হাজার টাকার বেশি, তাদেরকে এই অগ্রিম কর জমা করতে হয়। আর এতে চাকরিজীবী, ব্যবসায়ী এবং পেশাদাররাই অন্তর্ভুক্ত। তবে ৬০ বছরের বেশি যাদের বয়স এবং ব্যবসা বা পেশাজনিত কোনওরকম আয় নেই, তাদের এই অগ্রিম কর দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই।

আরও পড়ুন: আমেরিকার সবথেকে ভারী উপগ্রহকে মহাকাশে পাঠাচ্ছে ISRO-র ‘বাহুবলি রকেট’ LVM3!

এদিকে ১৫ ডিসেম্বর চলতি অর্থবছরের তৃতীয় কিস্তি জমা দেওয়ার শেষ দিন। আর এই তারিখের মধ্যেই করদাতাকে মোট আনুমানিক করের কমপক্ষে ৭৫ শতাংশ পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে আয়কর দফতরের তরফ থেকে। যদি অগ্রিম কর জমা না করা হয়, তাহলে ধারা ২৩৪বি এবং ২৩৪সি অনুযায়ী করদাতাকে মাসিক হারে সুদ, এমনকি আংশিক বা দেরিতে পরিশোধের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। পাশাপাশি আয়কর রিটার্ন জমা করার সময় কর মেটানো হলেও সুদ বা জরিমানা দিতে হবে। এমনকি শেষ মুহূর্তে একসঙ্গে কর, সুদ এবং জরিমানা মেটানো অনেকের জন্য চাপও সৃষ্টি করতে পারে।

Leave a Comment