প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, এরপরেই নতুন বছরের আগমন হতে চলেছে। এদিকে সময় যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। যে কারণে ভোরে ও রাতে শীতের (Weather Update) শিরশিরানি উপভোগ করেই চলেছে রাজ্যবাসী। নভেম্বরে যেখানে শীতের দাপট প্রায় দেখাই যাচ্ছিল না, সেখানে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ছক্কা হাঁকিয়ে যাচ্ছে শীত, তবে এখনই কমবে না এই কনকনে ঠান্ডা।
সময় যত এগোচ্ছে শীতের দাপট যেন আরও বাড়ছে গোটা রাজ্যে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে দক্ষিণ শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি বর্তমানে শেষ হয়ে গিয়েছে পুরোপুরিই। ফলে, বর্তমানে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও শীত নিয়ে হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও আপাতত পারদ বিশেষ নামবে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক এবং শীতল আবহাওয়া বজায় থাকবে। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। তারপরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা থাকবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে, আগামী এক সপ্তাহের মত দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার একটু কম থাকবে।
আরও পড়ুন: গীতাপাঠের পর ব্রিগেডে এবার হরিনাম সংকীর্তন, বড় কর্মসূচির ডাক মতুয়াদের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও প্রবল ঠান্ডার দাপট শুরু হয়ে গিয়েছে একাধিক জেলায়। দার্জিলিঙে ঠান্ডা বেড়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। একই অবস্থা কোচবিহারে। সেখানেও পারদ ৯ ডিগ্রিতে নেমেছে। কালিম্পং সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরেও তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে এই তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। থাকবে ঘন কুয়াশায় দাপট।