7,000mAh ব্যাটারি, AI ক্যামেরা! বাজেটের মধ্যে ১৬ ডিসেম্বর লঞ্চ হচ্ছে Realme Narzo 90 সিরিজ

Realme Narzo 90

সৌভিক মুখার্জী, কলকাতা: যদি বাজেট এবং মিড রেঞ্জের মধ্যে স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, এবার বাজারে চমক দিতে চলেছে Realme। হ্যাঁ, কোম্পানি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, আগামী 16 ডিসেম্বর ভারতে Realme Narzo 90 সিরিজ লঞ্চ করা হবে। আর এই সিরিজে থাকবে দু’দুটি 5G স্মার্টফোন। সেগুলি হল Narzo 90 5G ও Narzo 90x 5G। অ্যামাজনের মাইক্রোসাইটে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, দুটি ফোনেই শক্তিশালী ব্যাটারি, ভালো ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা থাকছে। বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।

রয়েছে 7,000mAh ব্যাটারি

রিপোর্ট অনুযায়ী, Realme এবার টাইটান ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করছে, যা ফোনকে দীর্ঘক্ষণ ব্যবহারের সুবিধা দেবে। জানা গিয়েছে, দুটি ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। সাথে থাকবে 60W ফাস্ট চার্জিং। এমনকি ফোনটিতে IP66 + IP68 + IP69 রেটিং থাকবে, যা ধুলো, জলের ছিটে বা উচ্চচাপের জেট স্প্রে থেকে সুরক্ষা দেবে।

রিপোর্ট অনুযায়ী, Narzo 90 5G ফোনটি গেমিং-এর জন্য 8.1 ঘন্টা, মিউজিকের জন্য 143.1 ঘন্টা, অনলাইন ভিডিওতে 24 ঘন্টা এবং ভিডিও কলে 28.2 ঘন্টা সার্ভিস দেবে। অন্যদিকে Narzo 90x 5G ফোনটি মিউজিকে 136.2 ঘন্টা, অনলাইন ভিডিওতে 23.6 ঘন্টা, কলিংয়ে 61.3 ঘন্টা, মেসেজে 27.7 ঘন্টা এবং নেভিগেশনে 17.1 ঘন্টা সার্ভিস দেবে।

ডিসপ্লেতে দারুণ চমক

রিপোর্ট অনুযায়ী, দুটি মডেলেই এবার পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। তবে উজ্জ্বলতার দিক থেকে Narzo 90 5G কোনটি এগিয়ে থাকবে। কারণ, Narzo 90 5G ফোনটি সর্বোচ্চ 4,000 nits ব্রাইটনেস দিতে পারবে। অন্যদিকে Narzo 90x 5G ফোনটি ব্রাইটনেস দেবে 1,200 nits পর্যন্ত। তবে উভয় ফোনের রিফ্রেশ রেট 144Hz, যা ভিডিও কলিং বা অনলাইনে ভিডিও দেখার জন্য সেরা পারফরমেন্স দেবে।

ক্যামেরাতে AI ফিচার

রিপোর্ট অনুযায়ী, Realme-র দুটি ফোনেই এবার 50MP প্রাইমারি সেন্সর থাকছে। আর এর সঙ্গে আধুনিক AI ফিচার যুক্ত করা হচ্ছে। যেমন AI Edit Genie, AI Eraser, AI Ultra Clarity এবং AI Editor। ডিজাইনের দিক থেকে Narzo 90 5G ফোনটিতে ক্যামেরা থাকবে স্কোয়ার মডিউলে, আর তিনটি লেন্স দেওয়া হবে। পাশাপাশি Narzo 90x 5G ফোনটিতে রেকট্যাঙ্গুলার কাটআউট দেওয়া হবে। আর সেক্ষেত্রে দুটি লেন্স পাওয়া যাবে।

আরও পড়ুন: 100GB ডেটা, আনলিমিটেড কলিং! দিনে ৯ টাকার কম খরচে রিচার্জ প্ল্যান BSNL-র

একাধিক রিপোর্ট অনুযায়ী খবর, এই ফোনটি ভারতে আগামী 16 ডিসেম্বরেই লঞ্চ হবে। আর বিক্রি হবে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং Realme এর অফলাইন স্টোরগুলিতে। তাই শুধু এখন 16 ডিসেম্বরে অপেক্ষা।

Leave a Comment