বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রান্সফার উইন্ডো খুলতেই ইস্টবেঙ্গলকে (East Bengal FC) নিয়ে প্রায় প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন খবর। এই বুঝি বড় তারকা সই করিয়ে নিল মোহনবাগান, এমন আবহে লাল হলুদের রাডারে রয়েছেন একাধিক বড় মাপের দেশি-বিদেশি প্লেয়ার।
ফলত, নজরে থাকা ফুটবলারদের মধ্যে থেকে যোগ্যদের বাছাই করে তবেই তালিকা দেখে নতুন নতুন ফুটবলারদের সই করানোর পথে হেঁটেছে ইস্টবেঙ্গল এফসি। এমতাবস্থায়, ফের উঠে আসছে নতুন ফুটবলারের খবর। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, মোহনবাগান সহ অন্যান্য প্রতিপক্ষদের টাইট দিতে এবার রিয়াল কাশ্মীরের হয়ে খেলা এক শক্তিমান ফুটবলারকে সই করাতে পারে ইমামির মালিকানাধীন দল।
কাকে সই করাতে চাইছে ইস্টবেঙ্গল?
গত মরসুমে দর্শকদের শুধুই ব্যর্থতা দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ, প্রায় সব ক্ষেত্রেই সাফল্যের আলো নিজেদের দিকে ফেলতে একেবারে উজাড় হয়ে গিয়েছিল গোটা দল। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ বা কলিঙ্গ সুপার কাপ, সব ক্ষেত্রেই ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছে লাল হলুদ।
কাজেই নতুন মরসুমের জন্য নিজেদের তৈরি করতে না পারলে প্রতিবেশী মোহনবাগানের কাছে মুখ দেখানোর রাস্তা থাকবে না কলকাতার এই ঐতিহ্যবাহী দলের! তাই নতুন মরসুমের নিজেদের একেবারে নতুন ছন্দে দেখতে চাইছেন লাল হলুদ কর্তারা। আর সেই সূত্র ধরেই এবার অন্যান্য ফুটবলারদের সই করানোর পাশাপাশি রিয়াল কাশ্মীরের হয়ে খেলা রামাসাঙ্গা থাইচুনকে সই করাতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল!
সূত্রের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে ইতিমধ্যেই এই ভারতীয় ফুটবলারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা এই ফুটবলারের সাথে কত দূর কথা এগোলো, তা জানা সম্ভব হয়নি। তবে সূত্র বলছে, সব ঠিক থাকলে রামাসাঙ্গার সাথে যাবতীয় আলোচনা মিটিয়ে দ্রুত তাঁকে চূড়ান্ত করবে কলকাতা ময়দানের এই প্রধান।
অবশ্যই পড়ুন: টোল ট্যাক্সে ৫০% ছাড়! বাঁচবে কষ্টের টাকা, বিরাট সিদ্ধান্ত কেন্দ্রের
উল্লেখ্য, গত মরসুমে আই লিগের দল রিয়াল কাশ্মীরের হয়ে অনবদ্য ফুটবল উপহার দিয়েছিলেন রামাসাঙ্গা। বলে রাখি, গত সিজনে রিয়াল কাশ্মীরের হয়ে মোট 21টি ম্যাচে অংশ নিয়ে 3টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন তিনি। অনেকেই মনে করছেন ভারতের এই তরুণ ফুটবলার যেহেতু বল পাসিং ও প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ঘন ঘন আক্রমণে যেতে সিদ্ধহস্ত, মূলত সেই কারণেই তাঁকে দলে নিতে হয়তো দ্বিতীয় চিন্তা করবে না কলকাতার অন্যতম বটবৃক্ষ ইস্টবেঙ্গল।