মোহনবাগানকে উচিত শিক্ষা? মেসির দেশের ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিষেক সিংকে কার্যত কেড়ে নিয়ে প্রতিবেশী ইস্টবেঙ্গলকে (East Bengal FC) বড় ধাক্কা দিয়েছে মোহনবাগান। এবার সেই ধাক্কা সুদে-আসলে তুলে নিতে চলেছে লাল হলুদ। জানা যাচ্ছে, মোহনবাগানের নজরে থাকা আর্জেন্টিনার এক ডিফেন্ডারকে এবার সই করাতে পারে ইস্টবেঙ্গল এফসি।

মেসির দেশের ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল!

বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য সূত্র মারফত খবর, বহু আগেই স্কটিশ তারকা টম অলড্রেডের বিকল্প হিসেবে মেসির দেশের ফুটবলারকে সই করানোর পরিকল্পনা ছিল মোহনবাগানের। তবে টমের সাথে চুক্তি দীর্ঘায়িত হওয়ার পর আর্জেন্টিনীয় ফুটবলার কেভিন সিবিয়ের সাথে যোগাযোগ কিছুটা কমিয়ে দিয়েছিল সবুজ মেরুন।

আর সেই ফাঁকেই এবার মোহনবাগানের মুখের গ্রাস কেড়ে নিল লাল হলুদ। শোনা যাচ্ছে, বিশ্বের অন্যতম তাবড় ফুটবলার লিওনেল মেসির দেশের এই তারকাকে খুব শীঘ্রই সই করাতে পারে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গল।

একাধিক সূত্র মারফত খবর, অভিষেক সিং ও মেহতাব সিংয়ের ইস্টবেঙ্গলের পথ অবরুদ্ধ করে দিয়েছিল বাগান, সেই কারণে না হলেও পূর্বের যন্ত্রণা থেকেই নিজেদের রক্ষণভাগকে শক্ত করতে আর্জেন্টিনার এই বাঘা ফুটবলারকে সই করাতে চলেছে ইমামির মালিকানাধীন দল।

অবশ্যই পড়ুন: এবার থেকে মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য গুনতে হবে অতিরিক্ত খরচ! আসছে নয়া নিয়ম

উল্লেখ্য, মেসির দেশের তুখোড় ফুটবলার কেভিন নিজের ফুটবল দক্ষতার ছাপ রেখেছেন রিভার প্লেটে। শুধু তাই নয়, পরবর্তীতে অ্যাটলেটিকো বালিয়ারেস ও ভ্যালেন্সিয়া দলের হয়েও খেলেছেন তিনি। অবশেষে এবার ঠাঁই হতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল শিবিরে।

বিশেষজ্ঞদের মতে, প্যালেস্টাইনের মহম্মদ রশিদ, ব্রাজিলের মিগুয়েলদের পর আর্জেন্টিনার এই শক্তিমানকে সই করিয়েই থেমে থাকবে না ইস্টবেঙ্গল। মোহনবাগানের মতো প্রতিপক্ষদের যোগ্য জবাব দিতে বিদেশ থেকে দক্ষ প্রতিভাদের খুঁজে খুঁজে আনবেন কোচ অস্কার।

Leave a Comment