বিক্রম ব্যানার্জী, কলকাতা: মৃত্যুর টানের কাছে পরাজিত প্রাণশক্তি, বেঁচে থাকার ইচ্ছে এবং পুরনো কর্মকাণ্ড। মধ্যপ্রাচ্যের কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের ভারতে মূল মাথা সাকিব নাচানের মৃত্যু হয়েছে।
জানা যাচ্ছে, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার প্রধান (ISIS India Head) আধিকারিক নাচান আজই দিল্লির সফদরজং হাসপাতালে মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে মৃত্যুবরণ করেন। বয়স হয়েছিল 57 বছর।
জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন সাকিব
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, তিহার জেলে বিচারাধীন অবস্থায় থাকায় গত মঙ্গলবার কারাগারের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ইসলামিক স্টেটের ভারতে মূল মাথা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানেও বেশ কিছুদিন ছিলেন তিনি, তবে শেষ পর্যন্ত শনিবার সাকিবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
চিকিৎসকদের বক্তব্য
দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর চিকিৎসকরা জানিয়েছেন, জেল থেকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তাঁর মস্তিষ্কে ভয়ানক রক্তক্ষরণ হতে শুরু করে। জানা যায়, বিগত চার দিন দিল্লির ওই হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন সাকিব। তবে শনিবার সকালে পরিস্থিতির অবনতি হলে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন ISIS প্রধান।
অবশ্যই পড়ুন: মোহনবাগানকে উচিত শিক্ষা? মেসির দেশের ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল!
উল্লেখ্য, 2002 ও 2003 সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় নাম উঠে এসেছিল এই সাকিবের। খোঁজ নিয়ে জানা যায়, ওই সন্ত্রাসবাদি হামলায় অন্তত 13 জনের মৃত্যুর পেছনে বড় ছক ছিল এই ISIS প্রধানের। আর এর পরই গ্রেপ্তার করা হয় তাঁকে।
পরবর্তীতে আদালতে দশ বছরের কারাদণ্ডের সাজা পান মধ্যপ্রাচ্যের কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের ভারতে মূল মাথা। আদালতের নির্দেশ অনুযায়ী 2017 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর সাকিবকে ফের 2023 সালে গ্রেফতার করে রাষ্ট্রীয় অনুসন্ধান সংস্থা NIA। সেই থেকেই তিহার জেলেই বন্দি ছিলেন তিনি।