সহেলি মিত্র, কলকাতা: বাংলাজুড়ে জারি রয়েছে পারদ পতন। গোটা বঙ্গ জুড়ে শীতের আমেজ। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের আবহাওয়া-চিত্র সর্বত্র প্রায় সমান। বেলার দিকে রোদের দেখা মিললেও তা ক্ষণস্থায়ী। দুপুর গড়াতে না গড়াতে আবার কমতে শুরু করছে তাপমাত্রা। এরই মধ্যে, আগামী দিনে আবহাওয়ার হালহকিকত জানিয়েছে আবহাওয়া দফতর। আজ রবিবার, ছুটির দিনেও থাকবে জাঁকালো ঠান্ডার অনুভূতি। ঠান্ডা থাকবে কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ অঞ্চলে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের জারি করা বুলেটিন অনুযায়ী শীতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
হাওয়া অফিসের মতে, নতুন করে দেশে প্রবেশ করেছে পশ্চিমি ঝঞ্ঝা। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে এই পশ্চিমি ঝঞ্ঝা। এর পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের ওপর দিয়ে বইছে ‘ওয়েস্টারলি জেট স্ট্রিম’। এই দুইয়ের প্রভাবেই রাজ্যে প্রবল শীতের আমেজ বজায় থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। অন্যান্য দিনের মতো আজ ছুটির দিনেও শীত ও কুয়াশার দাপট অব্যাহত থাকবে উত্তরের জেলাগুলোতে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে- দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এই জেলাগুলোর সর্বনিম্ন পারদ থাকবে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাকি জেলা, যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়ারের আশেপাশে। আসলে সমগ্র বাংলা জুড়ে উত্তুরে হাওয়ার দাপটে কনকনে শীত বিরাজ করছে। আগামী দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
বৃষ্টির সম্ভাবনা
কিছু রাজ্যে আবার বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। আগামী তিন দিন আবহাওয়া থেকে স্বস্তি পাওয়ার কোনও আশা নেই। তাছাড়া, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মতো পাহাড়ি রাজ্যগুলি দুই দিন ধরে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে রয়েছে। এর ফলে এই অঞ্চলগুলিতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লি-এনসিআর-এ তাপমাত্রা কমছে এবং সকাল থেকেই ঘন কুয়াশা বিরাজ করছে।