বিক্রম ব্যানার্জী, কলকাতা: 10 জন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়ে একেবারে নতুন করে দল গোছানোর অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্স। সেই মতোই, আগামী 16 ডিসেম্বর শুরু হতে যাওয়া মিনি নিলামের প্রস্তুতি সারছে শাহরুখ খানের KKR। আর যাই হোক, গতবারের মতো যাতে ব্যর্থতা দেখতে না হয় সেজন্যই আঁটঘাট বেঁধে লড়াইয়ে নামতে চাইছে শহরের এই দল। নাইটদের অন্দরমহলে কান পাতলে শোনা যায়, অসংখ্য সব খবর। জানা যায়, একাধিক তারকা প্লেয়ারকে টার্গেট করে রেখেছে কলকাতা। উইকেট কিপার ব্যাটসম্যান থেকে শুরু করে ভাল মাপের ফাস্ট বোলার, সবই রয়েছে KKR এর নজরে (KKR Target Bowler)। তবে তাদের মধ্যে এক নিউজিল্যান্ড পেসারকে কড়া নজরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।
KKR এর নজরে এই কিউই পেসার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। তাতে এই ক্যারিবিয়ান তারকাকে কিনে নেওয়ার স্বপ্ন ঘুচেছে প্রায় সব দলেরই। এদিকে রাসেল না থাকায় একজন দক্ষ ফিনিশার থেকে শুরু করে অলরাউন্ডার এমনকি ডেথ ওভার বোলারের অভাব ভোগাবে কলকাতা নাইট রাইডার্সকে। হ্যাঁ, বিশেষ করে ডেথ ওভারে একজন ভালো বলার প্রয়োজন কলকাতার। যে কিনা তুক্কিতে উইকেট ওড়াতে পারবে ব্যাটারদের। মূলত সে কারণেই এবার নাকি নিউজিল্যান্ডের এক তুখোড় পেসারকে টার্গেট করেছে KKR।
ইন্ডিয়া টিভির একটি রিপোর্ট দাবি করছে, নিউজিল্যান্ডের তরুণ পেসার জ্যাকব ডাফিকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই কিনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। মূলত ডেথ ওভারে খতরনাক বোলিং করার জন্য পরিচিত এই বোলার নাইট শিবিরে এলে শাহরুখের দলের কষ্ট অনেকটাই লাঘব হবে বলেই মনে করছেন ক্রীড়া মহলের একাংশ। বলা বাহুল্য, নিউজিল্যান্ডের এই জোরে বোলার আজ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেননি। কাজেই KKR যদি তাকে কিনে নেয় সে ক্ষেত্রে IPL এ অভিষেকটা হবে সোনালী বেগুনি জার্সি গায়েই।
অবশ্যই পড়ুন: ১ লাখকে বানিয়েছে ৩১ লাখ, এই স্টকে বিনিয়োগ করলে মালামাল হতে পারেন!
উল্লেখ্য, আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে গড়াবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু অপেক্ষিত মিনি নিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে নিলামের চূড়ান্ত তালিকায় নাম জুড়েছে 359 জন প্লেয়ারের। ভারতীয় সময় দুপুর আড়াইটা থেকে শুরু হবে নিলামের প্রথম পর্ব। এরপর অবিক্রিত খেলোয়াড়দের তালিকা প্রকাশিত হলে তাদের নিয়ে অনুষ্ঠিত হবে পরবর্তীকালীন দর কষাকষি।