“পাকিস্তান সেনা প্রস্তুত….”, ভারত সীমান্তে দাঁড়িয়ে বিরাট কথা বলে দিলেন আসিম মুনির!

Asim Munir said Pakistan army is ready to deal external and internal threats

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের হুঙ্কার ছাড়লেন পাকিস্তান সেনাবাহিনীর সর্বে-সর্বা আসিম মুনির (Asim Munir)। কিছুদিন আগেই সংসদে বিল পাস করিয়ে মুনিরকে সাংবিধানিক পদ পাইয়ে দিয়েছে শেহবাজ শরীফ সরকার। আর তারপর থেকেই ভারতকে নিশানা করে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন পশ্চিমের দেশের সেনা প্রধান। তেমনই শনিবার, ভারত সীমান্তে দাঁড়িয়ে একেবারে গলা উঁচিয়ে মুনির বললেন, “পাকিস্তান সেনাবাহিনী অভ্যন্তরীণ এবং বাহ্যিক হুমকি মোকাবিলার জন্য পুরোপুরি তৈরি।” এদিন গুজরানওয়ালা এবং সিয়ালকোট ক্যান্টনমেন্ট এলাকা পরিদর্শন করেন মুনির। আর সেখান থেকেই এক বিবৃতিতে পরোক্ষভাবে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানের প্রথম সিডিএফ।

যুদ্ধের জন্য প্রস্তুত পাক সেনা?

ভারত-পাকিস্তান সীমান্তে পাক সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এলাকাগুলি পরিদর্শন করার সময় গতকাল অর্থাৎ শনিবার এক বিবৃতিতে মুনির বলেন, “পাকিস্তানের সামরিক বাহিনীর চরমপন্থী মতাদর্শ এবং জাতীয় স্থিতিশীলতাকে ক্ষুন্ন করার চেষ্টা করে এমন বিভাজনমূলক বিষয়গুলির সাথে যুক্ত হুমকির বাহ্যিক এবং অভ্যন্তরীণ মোকাবিলা করতে প্রস্তুত আমার।” গতকাল, পাকিস্তান সেনার অফিসার থেকে শুরু করে অন্যান্য জওয়ানদের সাথে আলাপচারিতার সময় উচ্চ মনোবল, অটল প্রতিশ্রুতির প্রশংসা করার পাশাপাশি পাক সেনার কঠোর এবং মিশন কেন্দ্রিক প্রশিক্ষণের গুরুত্বের উপর জোর দেন মুনির।

নবভারতের এক প্রতিবেদন অনুযায়ী, এদিন সেনা ব্যারাকে দাঁড়িয়ে থেকে আসন্ন অপ্রীতিকর পরিস্থিতির জন্য পাক সেনাকে তৈরি থাকার আহ্বান জানান মুনির। সেই সাথে, পাকিস্তান সেনার তিন বাহিনীর প্রশিক্ষণ অনুশীলন এবং উন্নত সিমুলেটর প্রশিক্ষণ সুবিধা, পরিদর্শন করে পাক সেনাবাহিনীর উচ্চ পেশাদার মনোভাব এবং যুদ্ধের প্রস্তুতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তিনি। মুনিরের কথা, কথায়, “আধুনিক যুদ্ধের জন্য গতি, নির্ভুলতা, পরিস্থিতি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।”

অবশ্যই পড়ুন: ঝড়ের গতিতে উড়বে প্রতিপক্ষের উইকেট! এই তুখোড় কিউই পেসারকে কিনতে পারে KKR

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর সাংবিধানিক পদ পাওয়ার সাথে সাথেই প্রথম বক্তৃতাতেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন আসিম মুনির। এদিন পশ্চিমের দেশের সেনাপ্রধানকে বলতে শোনা যায়, “ভারত যেন আর ভুল ধারণার শিকার না হয়। এবার হামলা হলে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে আরও দ্রুত এবং ভয়ঙ্কর।”

Leave a Comment