বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুটা করেছিলেন সূর্যকুমার যাদবেরা। গত এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের কোনও প্লেয়ারের সাথেই হাত মেলাননি ভারতীয়রা। এবার বড়দের দেখানো সেই পথেই হাঁটলেন ছোট ভাইয়েরাও। চলতি অনূর্ধ্ব 19 এশিয়া কাপের মঞ্চে আজ মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। সেখানেও পাক প্লেয়ারদের সাথে করমর্দন এড়িয়ে গেলেন আয়ুষ মাত্রেরা। টসের সময় পাক অধিনায়কের সাথে হাত মেলালেন না ভারতের অধিনায়ক আয়ুষ। এ থেকে বোঝাই যাচ্ছে ম্যাচের পর এবং টুর্নামেন্টের বাকি অংশগুলিতেও পাকিস্তানের খেলোয়াড়দের সাথে করমর্দন করবে না ভারতের ছোটরা।
পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে ভারতীয় দল
রবিবার, প্রথমে ব্যাট করতে নেমে পাক প্লেয়ারদের সামনে সেই ব্যর্থতার ফাঁদে পা দেন বৈভব সূর্যবংশী। এদিন মাত্র 5 রান খাতায় তুলেই বিদায় নিতে হয়েছিল বিহারের ভূমিপুত্রকে। উইকেট হারান ভারতের অধিনায়কও। যদিও আয়ুষের ব্যাট থেকে 38 রানের যোগদান পেয়েছে দল। তবে দুই ভরসাযোগ্য প্লেয়ারকে হারালেও দলের রাস্তা পরিষ্কার করছেন বাকিরা। বলাই বাহুল্য, এদিন দুবাইয়ে বৃষ্টি হওয়ার কারণে নির্দিষ্ট সময় থেকে 45 মিনিট দেরিতে শুরু হয়েছিল খেলা।
বলে দিই, অনূর্ধ্ব 19 এশিয়া কাপ শুরু হতেই প্রতিপক্ষের সামনে ক্ষমতা জাহির করেছে ভারত এবং পাকিস্তান দুই দলই। উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 234 রানের বিরাট ব্যবধানে হারিয়ে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। অন্যদিকে প্রতিপক্ষ মালয়েশিয়াকে 297 রানে গুটিয়ে দিয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছে পাকিস্তান। কাজেই এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই যে আগামীতে কঠিন থেকে কঠিনতর হতে চলেছে সে কথা বলাই যায়।
অবশ্যই পড়ুন: পিছনে পড়বেন চাহাল, অর্শদীপ! টি-টোয়েন্টিতে বড় কীর্তি গড়ার পথে বরুণ চক্রবর্তী
উল্লেখ্য, গত এশিয়া কাপে সূর্যকুমার যাদবরা পাক প্লেয়ারদের সাথে করমর্দন না করায় জন্ম নিয়েছিল বিতর্ক। ভারতীয় প্লেয়ারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে শুরু করে অভিযোগ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে আচরণের কারণে শাস্তি পেয়েছিলেন দুই দলের প্লেয়াররাই। আর এসবের মধ্যে দিয়ে পাকিস্তানের প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক না করার প্রভাব দিয়ে পড়েছিল মহিলাদের বিশ্বকাপেও। সেখানেও ভারতের মেয়েরা ফতিমা সনাদের সাথে হাত মেলাননি।