এলাকা দখল নিয়ে বিবাদ, চলে বোমা ও গুলি! ইসলামপুরে অঝোরে প্রাণ গেল নাবালিকার

Islampur

সৌভিক মুখার্জী, ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur) শনিবার গভীর রাতে ঘটে গেল নৃশংস ঘটনা। দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলের লড়ইতে চলল বোমাবাজি, গুলি। আর সেই অশান্তির মাঝে গুলিবিদ্ধ হয়ে অঝোরে প্রাণ গেল এক নাবালিকার। সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। কিন্তু কী নিয়ে এই অশান্তি?

ঘটনাটি কী?

সূত্র অনুযায়ী খবর, ওই মৃতা নাবালিকার নামক কৌসেরা বেগম, বয়স ১২ বছর। অষ্টম শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা ইসলামপুর থানার মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় বসবাস করে। তবে দীর্ঘদিন ধরেই পাড়াপড়শি রফিক আলমের সঙ্গে নুর আলমের এলাকা দখলের লড়াই চলছিল। এদিকে মৃতা ওই নাবালিকার বাবা জাহিদ আলম, যিনি রফিক আলমের দলের লোক।

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে সেই উত্তেজনা আরও চরমে পৌঁছয়। এমনকি নুর আলমের লোকজন জাহিদ আলমের বাড়িতে বোমাবাজি করে এবং গুলিও চালায়। তবে দুর্ভাগ্যবশত সেই গুলিতে জাহির আলমের নাবালিকা মেয়ে কৌসেরা বেগম যখন হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ইসলামপুর মহাকুমা হাসপাতালের ডাক্তাররা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: দাম কমল সোনার, রুপোর খবর কী? আজকের রেট

এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মোতায়েন করা হয় বিরাট পুলিশবাহিনীর। তারপর পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। তবে রবিবার সকালেও সেখানে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও গোটা এলাকায় পুলিশ টহলদারি করছে। পাশাপাশি তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল বলেছেন, পুরনো জমির বিবাদেই এই অশান্তি। পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছি। গোটা ঘটনার খবর পেয়েছি। পুলিশ মোতায়ন করা হয়েছে। এমনকি পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। দোষীদের শাস্তি দেওয়া হবে।

Leave a Comment