এবার মোটরবাইক কিনলেই বিনামূল্যে মিলবে দু’টি হেলমেট! নয়া নিয়ম কেন্দ্রের

প্রীতি পোদ্দার, কলকাতা: শহর যত উন্নত হচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। আর তার সঙ্গেই গতি বাড়ছে যানবাহনের। সেই কারণে কলকাতা সহ গোটা রাজ্যে বেড়েই চলেছে দুর্ঘটনার সংখ্যা। আর তাই সেই গতির লাগাম টানতে এক নয়া ব্যবস্থা নিয়ে আসল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। এখন মোটরবাইক কিনলেই সংস্থার তরফ থেকে গ্রাহককে বিনামূল্যে দেওয়া হবে দু’টি হেলমেট (Two Helmets Mandatory)।

নিরাপত্তা নিয়ে বড় উদ্যোগ কেন্দ্রের!

সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক মোটরবাইক সংক্রান্ত নিয়মে এক নয়া পরিবর্তন এনেছে। জানা গিয়েছে সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস, ১৯৮৯-এ এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার বিষয়ে প্রস্তাব দিয়েছে। যেখানে বলা হয়েছে, বাইকচালকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার থেকে মোটরবাইক কিনলে দু’টি করে হেলমেট দেবে মোটরবাইক সংস্থাগুলি।

বরাবরই মোটরবাইক চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে। একের পর এক নয়া বিধি নিয়ে এসেছে কেন্দ্র। আর এই আবহে আরো এক নয়া নিয়ম সংযুক্তির পথে কেন্দ্র। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

দেওয়া হবে বিনামূল্যে হেলমেট

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস, ২০২৫ চালু হওয়ার তিন মাসের মধ্যে এই হেলমেট সংক্রান্ত নয়া বিধি চালু করা হবে। যেখানে মোটরবাইক প্রস্তুতকারক সংস্থাগুলিকে মোটরবাইক কিনলেই গ্রাহককে দু’টি করে হেলেমেট দিতেই হবে। আর এই হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে গ্রাহকদের। তবে শুধু হেলমেট নয় এছাড়াও নিরাপত্তা সংক্রান্ত আরও একটি নিয়মও আনতে চলেছে কেন্দ্র।

আরও পড়ুন: ট্রেন লেট, AC নিয়ে চরম ভোগান্তি! এবার যাত্রীদের পুরো টাকাটাই ফেরত দেবে IRCTC

অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম নিয়ে বড় সিদ্ধান্ত

জানা গিয়েছে, ৫০ সিসির উপরে যে সব মোটরবাইক এবং স্কুটার আছে অথবা যে মোটরবাইকের সর্বাধিক গতি ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি সেই রকম মোটরবাইকগুলিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা ABS রাখতেই হবে।

এবং সেই এবিএসগুলি অবশ্যই হতে হবে আইএসআই স্ট্যান্ডার্ডের। কেন্দ্রের তরফে জানা গিয়েছে হেলমেট এবং ABS এর এই নিয়ম আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

Leave a Comment