হঠাৎ বন্ধ হল NJP-আলিপুরদুয়ার ভিস্টাডোম স্পেশাল, ফের চলবে কবে? জানাল রেল

NJP Alipurduar Vistadome Train

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের মেজাজ বেশ বেড়েছে রাজ্য জুড়ে, তাই এই সময় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। পাহাড়ি এলাকায় বেশ ভিড় জমেছে। কিন্তু ঘুরতে যাওয়ার আগেই এবার পর্যটকদের জন্য এল এক বড় দুঃসংবাদ। জানা গিয়েছে, গত ১১ ডিসেম্বর থেকে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ভিস্টাডোম টুরিস্ট স্পেশ্যাল ট্রেন (NJP Alipurduar Vistadome Train) বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে রেল। আচমকা টানা ১০ দিন এই ট্রেন বাতিলের নির্দেশে মাথায় বাজ পড়েছে পর্যটন মহলে। ব্যবসায়ীদের অভিযোগ রেলের কিছু সিদ্ধান্তের কারণে এবার ক্ষতির মুখে পড়তে চলেছেন তাঁরা।

ট্রেন পরিষেবা নিয়ে চিন্তায় পর্যটক

ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের কথা মাথায় রেখে ২০২১ সালের ২৮ অগাস্ট ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল চালু করা হয়েছিল। প্রথম দিকে পর্যটকদের আগ্রহ বেশ বেড়েছিল এই পরিষেবায়। ভিস্তাডোম কোচগুলি ছিল বেশ আকর্ষণীয়, বড় কাচের জানলা দিয়ে ডুয়ার্সের নানা চা বাগান, নদী, চাপড়ামারি, বক্সা, জলদাপাড়ার মতো জঙ্গলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারতেন পর্যটকেরা। পাশাপাশি, ভিস্তাডোম কোচের আসনগুলোও ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরত যা বেশ আরামদায়ক ছিল। কিন্তু এবার সেই পরিষেবায় ভাটা পড়তে চলেছে।

বন্ধ হয়ে গেল ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল

শুরুর দিকে ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশালে পর্যটকদের বেশ ভিড় থাকলেও কিছুটা সময় এগোতেই সেই আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে। এক সময় এই পরিষেবা সপ্তাহে তিন দিনের বদলে ছ’দিন চালানো হয়েছিল এবং একটি কোচের পরিবর্তে দুটি ভিস্টাডোম কোচও জোড়া হয়। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। এমতাবস্থায় যাত্রী বাড়ানোর লক্ষ্যে আলিপুরদুয়ার ডিভিশন রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠানোর তোড়জোড় চলছিল যে সপ্তাহে তিন দিন এনজেপি থেকে আলিপুরদুয়ার জংশন মেইনলাইনে এবং বাকি চার দিন মালবাজার, লাটাগুড়ি, চ্যাংরাবান্ধা রুটে চালানো হবে। কিন্তু তার আগেই ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল আপাতত ১০ দিনের জন্য বন্ধ রাখা হল। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ট্রেনটির চলাচল বন্ধ রাখা হচ্ছে।

কী কারণে এই সিদ্ধান্ত?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কী কারণে ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল। যদিও এই প্রসঙ্গে খোদ সেই কারণ বিস্তারিতভাবে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিসিএম আশিফ আলি। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, ভিস্টাডোমে এখন যাত্রী তেমন নেই। তাই আপাতত ১০ দিনের জন্য ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রেল সূত্রের দাবি, এনজেপি থেকে কিছু যাত্রী মিললেও ফিরতি পথে আলিপুরদুয়ার জংশন থেকে কোচ কার্যত খালিই থাকত। ফলে জ্বালানি খরচও উঠছিল না। তাই ১০ দিনের জন্য আপাতত এই ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

রেলকেই দায়ী করল পর্যটন মহল

সামনেই আসতে চলেছে বড়দিন এবং নতুন বছরের উদযাপন, আর এই সময়ই ডুয়ার্সে পর্যটকের অভাব থাকে না, ফলস্বরূপ সেখানকার ব্যবসায়ীদের তখন ব্যবসার লাভের পরিমাণ চরমে থাকে। কিন্তু নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার জংশন ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল বন্ধ রাখার সিদ্ধান্তে এবার হতাশার মুখে পড়ল হোটেল ও পর্যটন ব্যবসায়ীরা। তাঁরা অভিযোগ তুলেছেন ট্রেনটির জনপ্রিয় না হওয়ার জন্য নাকি একমাত্র রেলই দায়ী। এই বিষয়ে পর্যটন মহলের বক্তব্য, ভিস্টাডোমের ভাড়া অত্যন্ত বেশি।

আরও পড়ুন: লাগবে না গিজার, হাড় কাঁপানো শীতে ট্যাঙ্কের জল থাকবে গরম! মানুন এই টিপস

প্রসঙ্গত, বর্তমানে এনজেপি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ভিস্টাডোম কোচে যাত্রীপিছু ভাড়া নেওয়া হত ৮৪০ টাকা। সেক্ষেত্রে চারজনের ক্ষেত্রে খরচ দাঁড়ায় ৩,৩৬০ টাকা। যা অত্যন্ত বেশি। যদিও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক পবন পুরোহিত বলছেন অন্য কথা। তিনি বলেন, বন দপ্তরের একাধিক বিধিনিষেধে পর্যটন ব্যবসা প্রভাবিত হচ্ছে। পর্যটকদের থাকা ও ঘোরার খরচ বেড়েছে। তার উপর ডুয়ার্স পর্যটনের তেমন প্রচার নেই বাইরে। সব মিলিয়েই ভিস্টাডোমে যাত্রী কমছে। একই কথা জানিয়েছেন উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং।

Leave a Comment