মাঠ দখল করে ক্লক টাওয়ার! হাইকোর্টের নির্দেশে ভাঙতেই হবে কলকাতার ঐতিহ্য

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার বুকে ঐতিহাসিক খেলার মাঠে বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক ক্লক টাওয়ার (Kolkata Clock Tower)। হ্যাঁ, গড়িয়ার মিতালি সংঘের মাঠে হঠাৎ করেই গড়ে ওঠা এই টাওয়ার নিয়ে চলছিল দীর্ঘদিনের বিতর্ক। আর সেই বিতর্কে এবার চূড়ান্ত সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, দুই মাসের মধ্যেই এই ক্লক টাওয়ার ভেঙে ফেলতে হবে কলকাতা পৌরসভাকে!

বেআইনি ভাবে বানানো হয়েছিল ক্লক টাওয়ার

আসলে এই টাওয়ারটি যে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, তা পৌরসভার বিল্ডিং বিভাগ নিজেই স্বীকার করেছে। কলকাতা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের তরফ থেকে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে যে, এই ক্লক টাওয়ারের কোনোরকম অনুমোদিত নির্মাণ পরিকল্পনাই ছিল না। আর এই খবর সামনে আসার পরেই বিচারপতি গৌরাঙ্গ কান্ত সাফ বলে দিয়েছেন যে, পৌরসভা যেন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয় এবং দুই মাসের মধ্যেই টাওয়ারটিকে ভেঙে ফেলা হয়।

1937 সালের মিতালি সংঘের মাঠে হঠাৎ করেই ক্লক টাওয়ার নির্মাণ

গড়িয়ার বেশ কিছু স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন যে, এই মিতালি সংঘের মাঠটি 1937 সাল থেকেই খেলার মাঠ হিসেবেই পরিচিত। বাচ্চা থেকে বুড়ো, সবাই নিয়মিত মাঠে আসতেন। তবে সম্প্রতি মাঠের একাংশ ঘিরে তৈরি হয় একাধিক তল বিশিষ্ট এই ক্লক টাওয়ার। অভিযোগ ওঠে, প্রায় 84 ডেসিমেল জায়গা জুড়ে এই টাওয়ার নির্মাণ করা হয়েছে। যার ফলে মাঠের ব্যবহারই পুরো বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

আর এই ঘটনাকে কেন্দ্র করেই ক্লাবের সভাপতি এবং যুগ্ম সম্পাদক কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করে। তারা দাবি করে যে, কোনোরকম নির্মাণ পরিকল্পনা এবং অনুমোদন ছাড়াই বেআইনিভাবে এই টাওয়ার নির্মাণ করা হয়েছে। এমনকি মাঠের একাংশ জবরদস্তি করে দখল করে নেওয়া হয়েছে। আর সেজন্যই হাইকোর্টের এই বড়সড় নির্দেশ। এখন দেখার, আগামী দুই মাসের মধ্যে সত্যিই টাওয়ারটিকে ভেঙে ফেলা হয় কিনা!

Leave a Comment