“আমি ফর্মে আছি, শুধু রান পাচ্ছি না!” বারবার ব্যর্থ হয়েও বড় কথা বললেন সূর্যকুমার

Suryakumar Yadav On His Failure big statement after 3rd ODI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে ব্যর্থতা কাকে বলে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের আসন ধরে রেখে সেটা একেবারে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছেন সূর্যকুমার যাদব। একটা সময় যাঁর আগ্রাসি ব্যাটিং দেখার জন্য অপেক্ষা করে থাকতেন ভক্তরা, সেই স্কাই গোটা বছরে 20 ওভারের সীমিত সংস্করণে সে অর্থে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও বারবার ব্যর্থতার বৃত্ত বাড়িয়েছেন এই ভারতীয়। গতকাল দক্ষিণ আফ্রিকার সহজ বোলিংয়ের সামনে উইকেট দিয়ে বসেন তিনি। আর এসব নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে রবির ম্যাচ শেষে ব্যর্থতা নিয়ে মুখ খুললেন খোদ সূর্য নিজেই (Suryakumar Yadav On His Failure)।

বারবার ব্যর্থ হওয়া সত্বেও বড় কথা বললেন সূর্যকুমার

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় নিশ্চিত করতেই একাধিক প্রশ্নের উত্তরে নিজের বাজে ফর্ম সম্পর্কে কথা বলতে শোনা গিয়েছিল সূর্যকুমার যাদবকে। ক্রমাগত ব্যর্থ হওয়ার পরও এদিন স্কাই বললেন, “আমি নেটে খুব ভাল ব্যাটিং করছি। আমি আমার নিয়ন্ত্রণে থাকা সবকিছু করার চেষ্টা করছি। যখন সুযোগ আসবে, যখন রান করতে হবে তখন সেটা অবশ্যই করব। হ্যাঁ, আমি রান খুঁজছি, ব্যাট হাতে ব্যর্থ। তবে ফর্ম হারাইনি।” এদিন অধিনায়ক আরও বলেন, “রোববার রাতে আমরা এই জয়টাকে উপভোগ করতে চাই। আমি আমার ফর্ম নিয়ে খুব একটা বেশি চিন্তিত নই।”

এদিন সূর্যকুমার এও বলেছিলেন, “এর আগের ম্যাচ জিতে পরবর্তী ম্যাচেই ছন্দে ফেরাটা সহজ কথা নয়। এই ম্যাচ আমাদের অনেক কিছু শেখায়। আমরা এই ম্যাচেও একই কাজ করেছি এবং ফলাফল আমাদের পক্ষে ছিল। আমরা এই ম্যাচ জয়ের জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। পরিকল্পনাও করেছি। বেশ কয়েকবার আমাদের টিম মিটিংও হয়েছে।” সূর্যের কথায়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ আমাদের কাছে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ক্ষেত্র। তাই অনুশীলনটা মন দিয়ে করতে হবে।

অবশ্যই পড়ুন: শতদ্রুর পর গ্রেফতার আরও দুই, দর্শকদের তাণ্ডবে কত টাকার ক্ষতি হল যুবভারতীর?

উল্লেখ্য, গতকাল টস ভাগ্য ফেরায় প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তাতে ব্যাট করতে আসা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মাঠে শান্তিতে নিঃশ্বাস নিতে দেয়নি টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ। এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই প্রতিপক্ষের একের পর এক উইকেট মাটিতে মিশিয়ে নিজেদের জয়ের রাস্তা পরিষ্কার করছিলেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা। আর সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত ব্যাটিং অর্ডারের কিছুটা ব্যর্থতা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের আগেই প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে জয় নিশ্চিত করে মেন ইন ব্লু।

Leave a Comment