বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে, ভারতীয় দলের কঠিন সময়ে বারবার ত্রাতা হয়ে উঠছেন তারকা ক্রিকেটার তিলক বর্মা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই করে গিয়েছিলেন তিলক। একটানা সংগ্রাম করে দলকে জেতাতে পারেননি ঠিকই, তবে এদিন ক্রিকেট ভক্তদের নজর কেড়ে নিয়েছিলেন বর্মা। গতকাল অর্থাৎ রবিবারও শুভমন গিল, অধিনায়ক সূর্য কুমারদের উইকেট পড়লেও মাঠে টিকে থেকে একার হাতে ভারতকে জেতান তিলকই। সেই সাথে টি-টোয়েন্টিতে ভারতীয় তারকা এমন এক রেকর্ড (Tilak Varma T20 Record) গড়লেন যা পেছনে ফেলে দিল গিল এবং বিরাট কোহলিকেও।
শুভমন এবং বিরাট কোহলিকেও পেছনে ফেলে দিলেন তিলক
রবিবার, দক্ষিণ আফ্রিকার 118 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হলেও মাঝে বেশ কয়েকটি উইকেট হারিয়েছে ভারত। এদিন টিম ইন্ডিয়ার লড়াইটা সহজেই শেষ করতে পারতেন অধিনায়ক সূর্যকুমাররা। তবে সেই পথে হেঁটেও ব্যর্থ হলেন সূর্য থেকে শুরু করে গিল, অভিষেক শর্মাও।যার ফলে গতদিনের মতোই ভারতীয় দলের দায়িত্ব গিয়ে পড়ল সরাসরি তিলক বর্মার কাঁধে। সেখান থেকে ম্যাচটা কীভাবে বের করে আনতে হয়, সেটাও সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বর্মা।
এদিন একার হাতে 34 রানের অপরাজিত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভাঙেন তিলক। সেই সূত্র ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে 4000 রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন এই ভারতীয়। বলে রাখি, মাত্র 125টি টি-টোয়েন্টি খেলে এই কীর্তি করেছেন বর্মা। যেখানে 4000 রান সম্পূর্ণ করতে বিরাট কোহলিকে খেলতে হয়েছিল 138টি 20 ওভারের ইনিংস। শুধু তাই নয়, গিলও টি-টোয়েন্টিতে 4000 রান সম্পূর্ণ করতে 129টি ম্যাচ খেলেছিলেন। কাজেই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 4000 রান করার দৌড়ে, বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিলেন তিলক। হারলেন গিলও।
অবশ্যই পড়ুন: IPL-র আগেই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বিরাট কীর্তি গড়লেন KKR-র বরুণ চক্রবর্তী
উল্লেখ্য, এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 4000 রান করা প্লেয়ারদের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়। মাত্র 116টি টি-টোয়েন্টি ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন তিনি। এছাড়াও তালিকার দ্বিতীয় স্থানে অর্থাৎ তিলক বর্মার ওপরেই রয়েছেন কে এল রাহুল। তাঁর 4000 টি-টোয়েন্টি রান সম্পূর্ণ করতে প্রয়োজন হয়েছিল 117টি ইনিংস।