সহেলি মিত্র, কলকাতা: Jio সিম ব্যবহারকারীদের জন্য রইল দারুণ খবর। ২০২৫ সাল শেষ হওয়ার আগে দুর্দান্ত ৩টি প্ল্যান লঞ্চ করল দেশের অন্যতম বড় টেলিকম সংস্থাটি। জানা গিয়েছে, Jio তার লক্ষ লক্ষ ব্যবহারকারীদের জন্য তিনটি নতুন Happy New Year 2026 প্রিপেইড প্ল্যান চালু করেছে, যার মধ্যে রয়েছে এক বছরের রিচার্জ থেকে শুরু করে বাজেট-বান্ধব অ্যাড-অন, যার দাম ১০৩ থেকে শুরু হচ্ছে। আপনি যদি একজন Jio ব্যবহারকারী হন, তাহলে আপনার অবশ্যই এই নতুন বছরের প্ল্যানগুলি পছন্দ হবে। আসুন জেনে নেওয়া যাক।
Jio -র ১০৩ টাকার ফ্লেক্সি প্যাক
Jio তাদের Happy New Year 2026 প্রিপেইড প্ল্যানে ১০৩ টাকার একটি সাশ্রয়ী মূল্যের ফ্লেক্সি প্যাক যুক্ত করেছে। ১০৩ টাকার প্ল্যানে কোম্পানিটি ২৮ দিনের মেয়াদ অফার করছে গ্রাহকদের। এই প্ল্যানে মোট 5GB হাই-স্পিড ডেটা থাকবে যা ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। ডেটা সুবিধার পাশাপাশি, কোম্পানি ব্যবহারকারীদের MyJio ভাউচারের মাধ্যমে তিনটি ভিন্ন বিভাগ থেকে একটি প্রিমিয়াম OTT বিনোদন নির্বাচন করার বিকল্পও অফার করছে। হিন্দি বিনোদন বিকল্পগুলির মধ্যে রয়েছে JioHotstar, Sony LIV এবং ZEE5। আন্তর্জাতিক বিভাগগুলির মধ্যে রয়েছে JioHotstar, FanCode, Lionsgate Play এবং Discovery+। আঞ্চলিক ব্যবহারকারীদের জন্য JioHotstar, Sun NXT, Kanchha Lanka এবং Hoichoi এর বিকল্পও রয়েছে।
জিওর ৫০০ টাকার প্ল্যানে কী আছে?
জিও তাদের হ্যাপি নিউ ইয়ার অফারে ৫০০ টাকার দ্বিতীয় প্রিপেইড প্ল্যান যুক্ত করেছে। এই প্ল্যানটি একটি বিনোদনমূলক প্ল্যান, তবে ব্যবহারকারীরা কলিং এবং ডেটা সুবিধাও পাবেন। কোম্পানিটি এই ৫০০ টাকার নিউ ইয়ার প্ল্যানে ২৮ দিনের মেয়াদ দিচ্ছে। এই সময়ের মধ্যে, ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS এবং প্রতিদিন 2GB ডেটা পেতে পারেন। এছাড়াও, এই প্ল্যানটি JioTV, YouTube Premium, Prime Video Mobile Edition, JioHotstar (Mobile/TV), Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, FanCode এবং Hoichoi এর মতো OTT প্ল্যাটফর্মগুলিতে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।
আরও পড়ুনঃ দিনে ১ লক্ষ থেকে নেমে মাত্র ৫০০০ আইডি তৈরি, ৩.৩ কোটি অ্যাকাউন্ট ব্যান করল IRCTC
শুধু তাই নয়, এই প্ল্যানে JioAICloud-এর 50GB ফ্রি স্টোরেজ, ১৮ মাসের জন্য Google Gemini AI Pro-এর ফ্রি সাবস্ক্রিপশন, Jio Gold-এ ১% অতিরিক্ত বোনাস এবং JioHome-এর ২ মাসের ফ্রি ট্রায়াল সংযোগও মিলবে।
Jio- র ৩৫৯৯ টাকার প্রিপেইড প্ল্যান
জিও তাদের নতুন বছরের অফারে ৩৫৯৯ টাকার হিরো বার্ষিক রিচার্জ প্ল্যানও অন্তর্ভুক্ত করেছে। এই প্ল্যানটি ব্যবহারকারীদের ৩৬৫ দিনের জন্য দুর্দান্ত ভ্যালেডিটি দেবে। সারা বছর ধরে, ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্কে অনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস এবং দৈনিক 2.5GB ডেটা উপভোগ করতে পারবেন। আপনি যদি একজন 5G ব্যবহারকারী হন, তাহলে আপনি আনলিমিটেড ডেটার সুবিধাও পাবেন। এছাড়াও, কোম্পানি এই প্ল্যানের সাথে ব্যবহারকারীদের ১৮ মাসের জন্য গুগল জেমিনি প্রো সাবস্ক্রিপশনও দিচ্ছে।