বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে IPL 2026 এর মিনি নিলাম। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর আড়াইটায় আবুধাবিতে বসবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। আর সেই আসরে 64 কোটি 30 লক্ষ টাকা নিয়ে বাজিমাত করতে চাইছে কলকাতা নাইট রাইডার্স (KKR Target Player)। কমবেশি প্রায় সকলেই জেনে গিয়েছেন, আন্দ্রে রাসেলের শূন্যস্থান পূরণ করতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে টার্গেট করে রেখেছে KKR। তবে গ্রিন ঝড়ের মাঝেই শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার এক অনামি অলরাউন্ডারকে কিনতে পারে নাইট ফ্রাঞ্চাইজি।
মাত্র 30 লাখের প্লেয়ারকে কিনে বাজিমাত করতে পারে কলকাতা নাইট রাইডার্স
রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই শোনা যাচ্ছে, আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ার স্টার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনতে আগ্রহী কলকাতা নাইট রাইডার্স। যা নিয়ে ইতিমধ্যেই ঝড় বয়ে গিয়েছে ক্রিকেট মহলে। শুধু কলকাতা নয়, ডেভিড ওয়ার্নারের দেশের এই প্লেয়ারকে কিনতে আগ্রহী মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসও। যদিও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অন্য বার্তা দিয়েছে চেন্নাই। তারা বুঝিয়েছে এই অলরাউন্ডারকে তারা কিনতে চায় না। তবে ক্রিকেট মহল মনে করে, এই ধরনের পোস্ট করে অন্যান্য দলগুলিকে বিভ্রান্ত করতে চাইছে চেন্নাই। তারা নিলাম থেকে গ্রিনকে কিনবেই। অন্যদিকে কলকাতাও ভিডিও পোস্ট করে বুঝিয়ে দিয়েছে যত টাকাই লাগুক এই প্লেয়ারকে কিনে নেবে তারা।
আর এসবের মাঝেই উঠে আসছে এক বড় খবর। শোনা যাচ্ছে, মিনি নিলামে 30 লাখের বেস প্রাইস পাওয়া দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলা ভাল অনামি বিদেশি প্লেয়ার ডেলানো পটগিটেরকে অল্প দামে কিনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। অনেকেই বলছেন, কলকাতা যদি টাকা বাঁচাতে চায় সেক্ষেত্রে এই প্লেয়ারকে কিনে আসন্ন IPL এ কামাল দেখাতে পারবে। সবচেয়ে বড় কথা, একজন অলরাউন্ডার হিসেবে বাঁ হাতে বড় শট খেলার ক্ষমতা রয়েছে এই প্লেয়ারের। বল হাতেও ডান হাতি মিড পেসার হিসেবে যথেষ্ট দক্ষ তিনি। 140 কিমি বেগে বল ছুঁড়ে প্রতিপক্ষের উইকেট ভাঙার ক্ষমতা রয়েছে তাঁর।
অবশ্যই পড়ুন: আজকের নিলামে উড়বে ২৩৭ কোটি টাকা! KKR থেকে MI, কার পকেটে কত, নজরে কে? জানুন
না বললেই নয়, কলকাতার যা প্রয়োজন অর্থাৎ একজন দক্ষ ওপেনার যিনি অজিঙ্কা রাহানকে সঙ্গ দিতে পারবেন সেই শূন্যস্থানেও যোগ্য এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। হ্যাঁ, ওপেন এমনকি লোয়ার অর্ডারেও ব্যাট করতে পারেন পটগিটের। সে ক্ষেত্রে বাঁ হাতি ব্যাটিং এবং ডানহাতি বোলিংয়ের কম্বিনেশন কলকাতাকে সবদিক থেকেই বাঁচাবে বলেই মনে করছেন অনেকে। কয়েকজন নাইট ভক্তের এও দাবি, কলকাতা যদি নিলাম থেকে তাঁকে কিনে নেয় সে ক্ষেত্রে আসন্ন IPL এ নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন এই প্লেয়ার। নাইট ভক্তদের একাংশের বক্তব্য, এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ড গ্রিনের থেকেও ভাল! সেক্ষেত্রে বলাই যায়, ক্যামেরন গ্রিনের থেকেও ভাল মাপের অলরাউন্ডার খুঁজে পেয়ে গেল কলকাতা…