যুবভারতী কাণ্ডের পর সরকারি বৈঠকে মুখোমুখি মুখ্যমন্ত্রী-অরূপ! কী কথা হল?

Aroop Biswas

প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার সল্টলেক স্টেডিয়ামে ‘মেসিকাণ্ড’ সরগরম রাজ্য রাজনীতি। কিন্তু এখনও আধুনিক ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে কার্যত ম্যান–মার্কিং করে রাখা নিয়ে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) কটাক্ষ করে চলেছে জনসাধারণের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও। এখনও এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। এমতাবস্থায় ঘটনার ৪৮ ঘণ্টা পর মন্ত্রী অরূপ বিশ্বাস মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তাতেই সন্দেহ বাড়ছে মমতার সঙ্গে অরূপের শনিবার নিয়ে কোনও কথা হল কি না।

জোড়া বৈঠক নবান্নে

রিপোর্ট মোতাবেক গতকাল নবান্নে জোড়া বৈঠকে আয়োজন করা হয়েছিল। প্রথম বৈঠকটি ছিল ইমামদের সঙ্গে। আসলে আগামী ২-৫ জানুয়ারি হুগলির পান্ডুয়ায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে এই অনুষ্ঠানে আনুমানিক ১৮ থেকে ২০ লাখে‌র জমায়েত হতে পারে বলে তাই সেখানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী বৈঠক ডাকেন। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ (ববি) হাকিম, জাভেদ খান, সিদ্দিকুল্লা চৌধুরী এবং ছিলেন হুগলির প্রশাসনিক কর্তারাও। আর দ্বিতীয় বৈঠক হয়েছিল গঙ্গাসাগর মেলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, সেখানেও ছিলেন অরূপ, তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যুবভারতী কাণ্ডে মুখ্যমন্ত্রী অরূপকে কিছু জানিয়েছেন কিনা।

মুখ্যমন্ত্রীর মুখোমুখি অরূপ বিশ্বাস

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন সোমবার নবান্নে হওয়া জোড়া বৈঠকে অরূপ বিশ্বাসের সঙ্গে আলাদা করে কোনও কথা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি বৈঠকে সরাসরি তাঁরে উদ্দেশ্য করেও মমতা কিছু বলেননি। যদিও বৈঠকে অরূপ বিশ্বাসও বেশ চুপচাপ ছিলেন। এদিকে শনিবারের ঘটনায় ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে প্রবীণ আইনজ্ঞদের একাংশের বক্তব্য, গত শনিবার যে ক্রীড়ামন্ত্রী বা তাঁর কিছু ঘনিষ্ঠ মেসিকে ঘিরে রাখার জন্য বিক্ষোভ শুরু হয়েছিল এমনটা নয়, গোটা পরিকল্পনার গলদের পিছনেও উদ্যোক্তাদের পাশাপাশি ক্রীড়া দপ্তরের ভূমিকা রয়েছে। যদিও প্রকাশ্যে আসেনি আসল কারণ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারকে ঝটকা দিলেন রাষ্ট্রপতি

অরূপ বিশ্বাসকে নিয়ে মেসি বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন ভাই স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘বাইরের রাজ্যগুলোর দিকে তাকালে দেখবেন, মেসির মতো তারকার অনুষ্ঠানে প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী দু’জনেই রয়েছেন। তাঁরা এখানে না থাকলেও সমালোচনা হতো। বলা হতো, ক্রীড়ামন্ত্রী কেন নেই।আমার মনে হয়, আমাদের আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। যিনি উদ্যোক্তা তাঁর আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। নইলে এমন ঘটনা ঘটত না।

Leave a Comment