সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের বিরাট ঝটকা দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। এবার নবম-দশমের শূন্যপদের তালিকা চূড়ান্ত হলেও সেখানে কমানো হলে শূন্যপদের সংখ্যা (West Bengal SSC Vacancy)। এমনকি অনেক বিষয়ে বহু আসন ফাঁকা। ইতিমধ্যে শূন্যপদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেখানে প্রতিটি বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা দেওয়া রয়েছে।
কমানো হল শূন্যপদ
জানিয়ে রাখি, গত ১৪ সেপ্টেম্বর এসএসসির তরফ থেকে নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজন করা হয়েছিল। তার আগে শূন্যপদ প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেখানে ২৩,২১২টি শূন্যপদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল। তবে তা এবার কমে দাঁড়াল ২৩,২০৯টি। অর্থাৎ, তিনটি শূন্যপদ কমানো হয়েছে।
এর মধ্যে বিষয় ভিত্তিক শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে বাংলা বিষয়ে ৩০২৪টি, ইংরেজি বিষয়ে ৩৩৩৬টি, ইতিহাসে ২১৪৮টি, ভূগোলে ১৮৪৯টি, অংকে ৩৯২২টি, জীবন বিজ্ঞানে ৩৯১০টি, ভৌত বিজ্ঞানে ৪৩৫২টি, হিন্দিতে ৪৭১টি, তেলেগুতে ৬টি, উর্দু ভাষায় ১৮৪টি এবং নেপালিতে ১৭টি শূন্যপদ রয়েছে। ফলত বোঝাই যাচ্ছে, সংশোধিত শূন্যপদের তালিকায় এবার তিনটি শূন্যবাদ কমানো হল।
এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, খাতায়-কলমে তিনটি আসন কম দেখালেও আপাত দৃষ্টিতে আসন সংখ্যা বেড়েছে। কারণ, নবম-দশমের একটি বড় অংশই পুরনো চাকরি ফিরে পেয়েছেন। আর সেই শূন্যপদগুলি এখানে যুক্ত করা হয়েছে। তবে হ্যাঁ, যে তিনটি বিষয়ে একটি করে পদ কমানো হয়েছে সেগুলি হল ইতিহাস, জীবন বিজ্ঞান এবং ভূগোল। এছাড়া শূন্যপদ কমানোর পাশাপাশি এসএসসির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৫টি বিষয়ে শূন্যপদের প্রার্থীও কম।
আরও পড়ুন: ৯১.০৫ টাকার গণ্ডি পার, ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছল ভারতীয় রুপি
উল্লেখ্য, এই বিষয়গুলি কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ হবে স্কুল সার্ভিস কমিশনের অফিসে। আরে ইন্টারভিউ চলবে আগামী ১৬ থেকে ২৪ তারিখ পর্যন্ত। এগুলির মধ্যে হোম সায়েন্স, হোম ম্যানেজমেন্ট এন্ড হোম নার্সিং, এগ্রিকালচার, মিউজিক, আরবি সহ বিভিন্ন বিষয় রয়েছে। বলাবাহুল্য, এর আগে একাদশ-দ্বাদশ শ্রেণীর শূন্যপদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। আর সেখানে ৬৯টি শূন্যপদ কমানো হয়েছিল। তবে নবম-দশমের ক্ষেত্রে অতটা কমানো হয়নি। কিন্তু চাকরিপ্রার্থীরা ভেবেছিল কিছুটা বাড়বে। তা হল না। অর্থাৎ, এবার মোট শূন্যপদ দাঁড়িয়েছে ৩৫,৬৫৭।