যুবভারতী কাণ্ডে বন্ধ খামে রিপোর্ট নিয়ে দিল্লি গেলেন রাজ্যপাল

CV Ananda Bose

প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার, সল্টলেক স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে যে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, তাতে গভীরভাবে ক্ষুব্ধ ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি গোটা ঘটনায় সরাসরি প্রশাসনিক ব্যর্থতা, চূড়ান্ত অব্যবস্থা এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে রাজ্য সরকারকে বিঁধেছিলেন। শুধু তাই নয়, রাজ্যপালের মতে, এই দিনটি কলকাতার ফুটবলপ্রেমী মানুষের জন্য ‘একটি অন্ধকার দিন’ বলেও চিহ্নিত করেছিলেন। এ বার সেই ঘটনা সংক্রান্ত এক বিস্তারিত খামবন্দি রিপোর্ট নিয়ে দিল্লি গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দিল্লি সফরে রাজ্যপাল

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার, দুপুরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বিমানে চেপে দিল্লি গিয়েছেন। আচমকা দিল্লি সফর নিয়ে লোকভবনের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, গত শনিবার অনুষ্ঠানের আয়োজক ও স্পনসরদের চরম অব্যবস্থায় ফুটবল তারকা মেসিকে দেখতে না পেয়ে উত্তেজিত জনতা যে ভাবে স্টেডিয়াম জুড়ে ভাঙচুর চালিয়েছিল তা নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্যপাল। সেই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে দিতেই তাঁর এই দিল্লি সফর। কিন্তু দিল্লিতে তিনি কার সঙ্গে সাক্ষাৎ করবেন এ প্রসঙ্গে কিছু জানানো হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করতে পারেন।

কলকাতায় মেসি কাণ্ড নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল

যুবভারতীতে মেসিকাণ্ডে রাজ্যপাল আগেই অভিযোগ করেছিলেন যে, কিছু বেসরকারি স্পনসর মেসির নাম ব্যবহার করে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে দ্রুত মুনাফা লুটতে চেয়েছিল। তাইতো যেখানে সাধারণ ফুটবলপ্রেমীরা টিকিট কিনেও বঞ্চিত, সেখানে কিছু ধনী মানুষই শুধু মেসিকে দেখার সুযোগ পেয়েছেন। এর ফলে লক্ষ লক্ষ মেসিভক্তকে ক্ষুব্ধ ও হতাশ হয়ে ফিরতে হয়েছে। পুলিশ প্রশাসনকে নিয়েও বেশ ক্ষুব্ধ রাজ্যপাল। তাঁর অভিযোগ ভিড় সামলাতে গিয়ে পুলিশ লাঠিচার্জও করে, যার ফলে অনেক সাধারণ মানুষ হয়রানির শিকার হন। কলকাতার সংস্কৃতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এবার দেখার পালা দিল্লি রিপোর্টে কী তথ্য উঠে আসে।

আরও পড়ুন: যুবভারতী কাণ্ডের পর সরকারি বৈঠকে মুখোমুখি মুখ্যমন্ত্রী-অরূপ! কী কথা হল?

উল্লেখ্য, গত শনিবার সকাল থেকেই ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র কলকাতা পর্ব ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। হাজার হাজার দর্শক টিকিট কেটে যুবভারতীতে হাজির হয়েছিলেন মেসিকে এক ঝলক দেখার আশায়। কিন্তু ভিড়ের মাঝে মেসির সংক্ষিপ্ত এই উপস্থিতি কিছুতেই মেনে নিতে পারেনি দর্শক। আর তাই নিয়েই শুরু হয়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা। ওইদিনই কলকাতায় সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্পষ্ট জানিয়েছিলেন যে ঘটনার দায় সম্পূর্ণভাবে ইভেন্টের আয়োজক ও ব্যবস্থাপনার। ইতিমধ্যেই মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ হলে দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে দাবি প্রশাসনের।

Leave a Comment