প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমেছে শাসক দল থেকে শুরু করে বিরোধীদল গুলি। এমতাবস্থায় আজই প্রকাশিত হল খসরাখসড়া ভোটার তালিকা। আর তাতেই শুরু হয়ে যায় শোরগোল। ওয়েবসাইটে প্রকাশিত ডেটা অনুযায়ী ভবানীপুর ক্ষেত্রে বাদ পড়তে পড়ল প্রায় ৪৫ হাজার নাম। তাই নিয়ে আজ বিকেলেই জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিকেলে জরুরি বৈঠক মমতার
শেষ আপডেট অনুযায়ী কমিশনের তরফে ভোটার নাম বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। তার মধ্যে বুথভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অর্থাৎ ভবানীপুরে বাদ পড়া ভোটারের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথ অর্থাৎ, মিত্র ইন্সটিউশন বুথে বাদ পড়েছে ১২৭ জনের নাম। এটি ২৬০ নম্বর বুথ। তালিকায় দেখা যাচ্ছে, ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত। বেশিরভাগ ভোটারকেই হয় খুঁজে পাওয়া যায়নি, অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। কীভাবে এত ভোটার বাদ পড়ল সেই নিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলএ-২ এবং কাউন্সিলরদেরও ডাকা হয়েছে এই বৈঠকে।
কেন বৈঠক মমতার?
কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার সকালেই প্রকাশিত হয়েছে ২০২৬ এর খসড়া ভোটার তালিকা। এদিন প্রথমে নাম বাদের একটি তালিকা প্রকাশ করা হয়, তারপরই খসড়া তালিকা প্রকাশিত হয়। তারপরেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। মনে করা হচ্ছে, কাদের নাম বাদ পড়ল, তা খতিয়ে দেখার জন্য ও নজর রাখার জন্যই বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যায় ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। কিন্তু এবার নির্বাচনের মুখে এত ভোটারের নাম বাদ যাওয়ায় চিন্তায় পড়েছে শাসক দল।
আরও পড়ুন: যুবভারতী নিয়ে ধুন্ধুমার কাণ্ড! ক্রীড়ামন্ত্রীর পদ থেকে এবার ইস্তফার ইচ্ছে প্রকাশ অরূপের
উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু থেকেই গুরুত্বপূর্ণ বিধানসভা আসনগুলির দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কত নাম বাদ পড়ল, তাতে কোন দলের উপর কী প্রভাব পড়বে, তা নিয়ে অনেক চর্চা চলে আসছে বিভিন্ন শিবিরে। একদিকে যেমন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা অন্যদিকে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীও পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এই অবস্থায় নিজ কেন্দ্র থেকে এত ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে এবার চিন্তায় পড়লেন মমতা