এই ৩০টি ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের দিতেই হবে OTP, জানিয়ে দিল রেল

Tatkal Ticket OTP

সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ রেলযাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। তৎকাল টিকিট বুকিং-এর (Tatkal Ticket OTP) ক্ষেত্রে ফের নিয়ম কড়া করল রেল। কেবলমাত্র প্রকৃত যাত্রীরাই যাতে তৎকাল টিকিট বুক করতে পারবেন। আর তা নিশ্চিত করার জন্য, দক্ষিণ রেলওয়ে ৩০টি ট্রেনের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের জন্য OTP-ভিত্তিক যাচাইকরণ চালু করেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি সম্প্রতি ট্রেনে উঠবেন বলে ভাবছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

ট্রেন টিকিট বুকিং-এ OTP বাধ্যতামূলক করল রেল

সাউদার্ন রেলওয়ের তরফে ১৫ জোড়া মিলিয়ে মোট ৩০টি ট্রেনের টিকিট বুকিং-এর নিয়মে বদল এনেছে। চেন্নাই-মহীশূর শতাব্দী, চেন্নাই-বেঙ্গালুরু শতাব্দী, কোয়েম্বাটুর শতাব্দী, চেন্নাই-নিজামুদ্দিন দুরন্তো, চেন্নাই-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস, মহীশূর বন্দে ভারত এক্সপ্রেস, তিরুনেলভেলি বন্দে ভারত এক্সপ্রেস, নাগেরকোয়েল বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাটোর-কয়েম্বাটুর এক্সপ্রেস ভারত এক্সপ্রেস, মাদুরাই-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, চেন্নাই-বিজয়াওয়াড়া বন্দে ভারত, চেন্নাই-তিরুবনন্তপুরম এসি এক্সপ্রেস, চেন্নাই-মাদুরাই তেজস এক্সপ্রেস এবং কেরালায় চলমান আরও বেশ কিছু ট্রেনে টিকিট বুকিং-এর ক্ষেত্রে বদল ঘটানো হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ আজকের নিলামে উড়বে ২৩৭ কোটি টাকা! KKR থেকে MI, কার পকেটে কত, নজরে কে? জানুন

কড়া পদক্ষেপ রেলের

এই প্রসঙ্গে রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, “ই-টিকেটের জন্য, যাত্রীর আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। কাউন্টার বুকিংয়ের জন্য, রিজার্ভেশন ফর্মে প্রদত্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। তাৎক্ষণিক বুকিং সম্পন্ন করার জন্য যাত্রীদের কাউন্টার কর্মীদের সাথে এই ওটিপি শেয়ার করতে হবে।” তৎকাল বুকিংয়ের অপব্যবহার রোধ করতে, ভারতীয় রেলওয়ে এই বছরের ১ জুলাই থেকে ই-টিকিট বুকিংয়ের জন্য আধার যাচাইকরণ বাধ্যতামূলক করেছে। তবে, সমস্ত ট্রেনের জন্য ওটিপি-ভিত্তিক যাচাইকরণ কার্যকর করা হয়নি।

Leave a Comment