প্রীতি পোদ্দার, কলকাতা: কাল থেকেই শুরু হতে চলেছে পৌষ মাস। এদিকে ডিসেম্বরের শুরু থেকেই রাজ্যে রীতিমত এক্কেবারে ছক্কা হাঁকাচ্ছে শীত (Weather Update)। কনকনে শীতল উত্তুরে হাওয়ায় জুবুথুবু অবস্থা সকলের। কিন্তু এই কনকনে ঠাণ্ডা পরিস্থিতির মাঝেই এবার শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। দ্বিতীয় সপ্তাহ পেরোতেই ফের শীতের আমেজ কমছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জানা গিয়েছে উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়াতেই তাপমাত্রা কমছে না মধ্য ও পূর্ব ভারতে। ফলে বাধাপ্রাপ্ত হতে চলেছে উত্তুরে হাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আগামীকাল। যার প্রভাব এবার পড়তে চলেছে বঙ্গের আবহাওয়ায়। জানা গিয়েছে কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, তবে রাতে অবশ্য কিছুটা নিম্নমুখী হবে পারদ। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া থাকবে। তবে আগামী কয়েকদিন আবহাওয়ার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। অন্যদিকে সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে, কমবে দৃশ্যমানতা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন এলাকায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছ।
আরও পড়ুন: ভোটার তালিকায় মৃত! শশ্মানে গিয়ে নিজের সৎকার করে প্রতিবাদ হুগলির কাউন্সিলরের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের তুলনায় ঠান্ডার দাপট তুলনামূলকভাবে বেশি। জানা গিয়েছে আগামীকালও দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পংয়েও তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। তবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। কুয়াশার দাপটও বেশ বজায় থাকবে জেলায় জেলায়।