বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার নিলাম শুরু হতেই কামাল দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নজরে থাকা একের পর এক প্লেয়ারকে প্রতিপক্ষদের সাথে লড়ে দলে টেনেছে KKR ফ্রাঞ্চাইজি। তবে এক অনামি ক্রিকেটারের ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের কাছে হার মানতে হল শাহরুখ খানের দলকে। গুজরাতের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা উইকেট কিপার ব্যাটসম্যান কার্তিক শর্মাকে কেনার ইচ্ছেটা কলকাতা নাইট রাইডার্সের অনেক আগে থেকেই। তবে প্রতিদ্বন্ধীর সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (KKR Vs CSK IPL Auction)। বিরাট অর্থে এই ভারতীয় প্লেয়ারকে কিনে নিল তারা।
KKR-র মুখের গ্রাস ছিনিয়ে নিলো CSK
আজ নিলাম পর্ব শুরু হতেই নিজেদের ক্ষমতা দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শুরুতেই টাকার জোরে নজরে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে টেনে নিয়েছে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। এরপর দর কষাকষির বাজারে 18 কোটি টাকা দিয়ে শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে দলে টেনে নিয়েছে সোনালী বেগুনি ফ্রাঞ্চাইজি। পরবর্তীতে নাইট ম্যানেজমেন্টের নজরে থাকা ভারতের অনামি ক্রিকেটার কার্তিকের দর উঠলে প্রথমে এগিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংসও।
এরপর বেশ কয়েকবার কার্তিক শর্মার নামে বিড করেছিলেন বেঙ্কি মাইসোররা। একটা সময় গিয়ে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার কার্তিকের দাম পৌঁছয় 13 কোটি টাকায়। তখনও তাঁকে দলে নেওয়ার স্বপ্ন দেখছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত 14 কোটি 20 লক্ষ টাকা দিয়ে এই ভারতীয় তরুণ ক্রিকেটারকে কিনে নিল চেন্নাই সুপার কিংস। এদিন কলকাতার নজরে থাকা এই প্লেয়ারকে চেন্নাইয়ের কিনে নেওয়া এক প্রকার কলকাতা নাইট রাইডার্স দলের মুখের গ্রাস কেড়ে নেওয়ার মতোই ছিল।
অবশ্যই পড়ুন: ভোটার তালিকায় মৃত! শশ্মানে গিয়ে নিজের সৎকার করে প্রতিবাদ হুগলির কাউন্সিলরের
প্রসঙ্গত, রাজস্থান দলের হয়ে রঞ্জি ট্রফিতে বেশ কয়েকবার সেঞ্চুরি হাঁকিয়েছেন তরুণ কার্তিক শর্মা। ঘরোয়া ক্রিকেটে তাঁর ফর্ম দেখেই এগিয়ে এসেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত এই প্লেয়ারকে কিনে নিয়ে ক্ষমতা জাহির করল চেন্নাই সুপার কিংস। বলাই বাহুল্য, ভারতের এই তরুণ ক্রিকেটার আজ পর্যন্ত জনপ্রিয়তা না পেলেও একজন উইকেট কিপার ব্যাটসম্যান এমনকি ফিনিশারের ভূমিকাতেও খেলতে পারেন। মূলত এমন মাল্টি ট্যালেন্টেড প্লেয়ারকে তছেড়ে দেওয়ার ভুল করেনি CSK। তবে শুধু কার্তিক নন, 14 কোটি 20 লাখ টাকা খরচ করে প্রশান্ত বীর নামক আরেক আনক্যাপড প্লেয়ারকেও কিনে নিয়েছে ধোনির দল।