6,500mAh ব্যাটারি, দাম বাজেটের মধ্যেই! খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে Oppo Reno 15

Oppo Reno 15

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, স্মার্টফোন বাজারে আবারও পাকাপোক্ত অবস্থান করতে নতুন ফোন নিয়ে এল Oppo। হ্যাঁ, চিনের বাজারে সম্প্রতি তারা লঞ্চ করেছে Oppo Reno 15। আর একাধিক রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসটি খুব শীঘ্রই ভারতে লঞ্চ করা হতে পারে। রিপোর্ট বলছে, চিনে লঞ্চ হওয়া এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। কী কী ফিচার্স রয়েছে? বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

Oppo Reno 15 এর মূল ফিচার্স

ডিসপ্লে- ভারতে লঞ্চ হওয়া Oppo Reno 15 ফোনটিতে থাকতে পারে 6.59 ইঞ্চির একটি OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz। আর এই ডিসপ্লে স্পেসিফিকেশন অনেকটাই Reno 14 এর মতোই। ফলে ভিজ্যুয়াল কোয়ালিটি ও স্মুথ স্ক্রলিংয়ে কোনওরকম কমতি রাখবে না Oppo।

প্রসেসরে বিশাল পরিবর্তন- এই ফোনটি সবথেকে বড় চমক দিয়েছে চিপসেটে। কারণ, আগের MediaTek Dimensity 8350 এর বদলে এবার নতুন Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া রয়েছে। এর ফলে দৈনন্দিন ব্যবহারে ফোনটি আরও স্মুথ হবে। পাশাপাশি গেমিং বা মাল্টিটাস্কিংয়ে পারফরমেন্স আরও উন্নত হবে। এমনকি পাওয়ার এফিসিয়েন্সিও বাড়বে।

বিল্ড কোয়ালিটি- রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, Oppo Reno 15 ফোনটিতে থাকতে পারে অ্যালুমিনিয়ামের অ্যালয় ফ্রেম। পাশাপাশি জল এবং ধুলো থেকে প্রতিরোধ করার জন্য সম্ভাব্য IP69 রেটিং দেওয়া হতে পারে।

ক্যামেরা- ক্যামেরা সেকশন অনেকটা আগের মতোই দেওয়া হচ্ছে। কারণ, রিপোর্ট অনুযায়ী ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে দেওয়া হতে পারে 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP টেলিফটো লেন্স। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হচ্ছে 50MP ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারিতে চমক- Oppo Reno 15 ফোনটির ব্যাটারি সেকশনে এবার বিরাট আপডেট আসছে। কারণ জানা গিয়েছে, এই ফোনটিতে 6,500mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে। যার সঙ্গে 80W ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। ফলত দীর্ঘক্ষণ ব্যবহার করতে কোনওরকম অসুবিধা হবে না।

আরও পড়ুন: ‘বাংলাদেশকে ফিলিস্তান বানাবে, ভারতের সার্বভৌমত্ব আমাদের উপর নির্ভরশীল!’

দাম কত এই মডেলের?

বলাবাহুল্য, চিনে এখনও পর্যন্ত ফোনটির অফিসিয়াল দাম ঘোষণা করা হয়নি। এমনকি ভারতেও লঞ্চের নির্দিষ্ট তারিখ জানায়নি Oppo। তবে রিপোর্ট মারফৎ, ফোনটি Oppo Reno 15 নামেই আসবে। আর আগামী কয়েক মাসের মধ্যেই তা ভারতে লঞ্চ করা হতে পারে। শুধুমাত্র এখন পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে হবে।

Leave a Comment