প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে (West Bengal Weather Update) ভিজেছে। যদিও আষাঢ় মাসেও সে ভাবে ঝেঁপে বৃষ্টির দেখা মেলেনি। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে কম বেশি। আর তাতেই কমছে না ভ্যাপসা গরমের তিক্ততা। উপরন্তু বেড়েই চলেছে আর্দ্রতা জনিত আবহাওয়ার অস্বস্তি।
এদিকে নিম্নচাপ নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেটি কিনা আগামীকাল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিস্থিতির কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ রবিবার, ছুটির দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের দেখা মিলেছে। জানা গিয়েছে আজও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আজ বেলা বাড়তেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি, আবারও দরপতন সোনার, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির দুর্যোগ বজায় থাকবে উত্তরবঙ্গের আকাশে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আজ অর্থাৎ রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।