দক্ষিণবঙ্গের ৫ জেলায় কনকনে শীত, বাকিগুলোর হাল কী? আজকের আবহাওয়া

weather today winter south bengal

সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে বড়দিন। আর আসন্ন এই উৎসবকে ঘিরে সাজো সাজো রব চারিদিকে। ইতিমধ্যে এই বড়দিন থেকে শুরু করে নতুন বছরের জন্য কাউন্টডাউন অবধি শুরু করে দিয়েছেন আমজনতা। তবে এসবের মাঝে শীত যেন ক্ষণিকের জন্য বিশ্রাম নিতে শুরু করেছে। আগের তুলনায় ঠান্ডা এখন অনেকটা নাকি কমে গিয়েছে বলে দাবি অনেকের। প্রশ্ন উঠছে, বড়দিনের আগে কি বাংলায় সেই চেনা কনকনে শীতের আগমন হবে? আজ বুধবারই বা সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে ফের কলকাতা সহ বাংলার জেলায় জেলায় জাঁকিয়ে শীত পড়তে চলেছে। কনকনে শীতের দাপট থাকতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলির তাপমাত্রা আজ ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতা শহরের তাপমাত্রার কথা বললে, মঙ্গলবারের মতো বুধবারও ঠান্ডা বিরাজ করবে। সর্বনিম্ন পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জানা গিয়েছে, কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চল ধরে কোথাও কোন রকম বৃষ্টিপাত বা দুর্যোগের সম্ভাবনা নেই। এছাড়া এখনো পর্যন্ত শৈত্য প্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এছাড়া আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১৭ই ডিসেম্বর। যদিও কনকনে শীতের স্পেল অব্যাহত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হাড় কাঁপানো শীত থাকবে। সেইসঙ্গে কুয়াশার দাপটও থাকবে বলে খবর।

Leave a Comment