সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি হাওড়ার (Howrah) বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। নতুন করে ফের পানীয় জল নিয়ে সমস্যার মুখোমুখি হতে চলেছেন হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ। বিগত বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকবে পানীয় জলের পরিষেবা বলে খবর। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কবে এবং কতক্ষণ বন্ধ থাকবে পরিষেবা? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
হাওড়ায় একটানা বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা
সূত্রের খবর, মূলত পাইপলাইনের কাজ-সহ একাধিক কাজ চলবে। সেজন্য জল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল হাওড়া পুরসভার তরফে। এছাড়াও পাইপলাইনের আন্ত:সংযোগ, নতুন ভাল্ব প্রতিস্থাপন-সহ একাধিক কাজ করা হবে পুরসভার তরফে। কিন্তু কবে থেকে কত দিনের জন্য বন্ধ থাকবে এই পরিষেবা? হাওড়া পুরসভার তরফে এদিন নির্দেশিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের ৫ জেলায় কনকনে শীত, বাকিগুলোর হাল কী? আজকের আবহাওয়া
কতদিন মিলবে না জল?
তাতেই জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দুপুর থেকে এই পরিষেবা বন্ধ থাকবে। ওই দিন বেলা ১টার পর থেকে আর পানীয় জল সরবরাহ হবে না হাওড়ার বহু ওয়ার্ডে। শুক্রবার ১৯ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ওই পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। এরপর শুক্রবার সকাল ৬টা থেকে স্বাভাবিকভাবে নির্দিষ্ট সময়েই পানীয় জল সরবরাহ হবে। ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যাপকভাবে প্রভাবিত হবেন বলে খবর।
কেএমডিএ (KMDA) পদ্মপুকুর জলপ্রকল্প ও পুরনিগমের জল সরবরাহ দফতর হাওড়ার বহু অংশে কাজ করবে। যার ফলে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। এমনিতেই হাওড়ায় জল যন্ত্রণার শেষ নেই। সে বৃষ্টির কারণে জল জমা হোক কিংবা পানীয় জল, না মেলায় ব্যাপকভাবে সমস্যায় পড়তে হয় মানুষকে। মূলত পদ্মপুকুর থেকে উত্তর হাওড়া জল সরবরাহে দূরত্বের কারণে নানা সমস্যা হয়। সেই সমস্যা মেটাতে উত্তর হাওড়ায় নতুন জল প্রকল্প তৈরি হচ্ছে। এর ফলে উত্তর হাওড়ার প্রায় ৫ লক্ষ মানুষের জল-কষ্ট দূর হবে।