আসছে ‘দাদামণি’, TRP-র গেঁড়োয় কপাল পুড়ল জি বাংলার বিখ্যাত মেগার

সহেলি মিত্র, কলকাতাঃ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনের নতুন মেগা নিয়ে আপনিও অপেক্ষা করছিলেন? তাহলে রইল দারুণ সুখবর। আগেই ঘোষণা করা হয়েছিল যে জি বাংলায় এক ভাই ও চার বোনের গল্প ‘দাদামণি’ (Dadamoni) আসছে। আর সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রতীক সেনকে। স্টার জলসার উড়ানের পর এবার জি বাংলার পর্দায় দেখা যাবে। যাইহোক, অবশেষে কবে থেকে এই মেগা জি বাংলায় শুরু হবে জানা গেল দিনক্ষণ। সেইসঙ্গে কোন সিরিয়ালকে সরতে হচ্ছে সেটাও জানা গেল।

জি বাংলায় আসছে ‘দাদামণি’

জানা গিয়েছে, আগামী ৭ জুলাই থেকে শুরু হচ্ছে দাদামণি ধারাবাহিকের সফর। প্রতি সোম থেকে শনিবার এই ধারাবাহিক রাত সাড়ে ৮ টা থেকে জি বাংলার পর্দায় দেখা যাবে। অর্থাৎ শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু অভিনীত ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিককে সরতে হবে। এই মেগাটিও অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। তবে এবার এর জায়গায় আসছে ‘দাদামণি’।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে! কিছুক্ষণেই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল দুর্যোগ

এহেন অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি শেষ হয়ে যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’? নাকি অন্য কোনও সময়ে পাঠানো হবে? সে বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। যাইহোক, জানা গিয়েছে, নীলাঞ্জনা শর্মার নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন প্রতীক সেনের আসন্ন ধারাবাহিক ‘দাদামণি’ প্রযোজনা করছে। অর্থাৎ হরগৌরী পাইস হোটেলের পর নতুন এক চ্যালেঞ্জের সামনে থাকবে নীলাঞ্জনা শর্মার মেগা।

‘দাদামণি’-র প্রোমো প্রকাশ্যে

ইতিমধ্যে ‘দাদামণি’-র প্রোমো প্রকাশ্যে এসেছে। কেউ কেউ দেখে ভালো বলেছেন তো আবার কেউ কেউ এই মেগা নিয়ে কটাক্ষ করেছেন। প্রোমোত দেখানো হয়েছে এক জ্যোতিষী দাদামণি ওরফে বাদশার কুষ্ঠী বিচার করে বলছেন যে বোনেদের আগে নাকি তারই বিয়ে হবে। এটা শুনেই তিনি জ্যোতিষীকে তাড়া করেন। অন্যদিকে দেখা যায় ছোট থেকেই প্রতীক ওরফে বাদশার সঙ্গে বন্ধুত্ব অনুষ্কার ওরফে পার্বতীর। পার্বতী পেশায় ডাক্তার। দুজনের যে বন্ধুত্ব শৈশব পেরিয়ে বড় বেলাতেও অটুট আছে সেটা স্পষ্ট। যদিও গল্প কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের।

Leave a Comment