DA বৃদ্ধির সুবিধা পাবেন না পেনশনভোগীরা? জানিয়ে দিল সরকার

8th Central Pay Commission

সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন কমিশন (8th Central Pay Commission) কবে লাগু হবে? প্রশ্ন তুলছেন সকলে। বর্তমানে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগীর মনে সবচেয়ে বড় প্রশ্ন হল অষ্টম বেতন কমিশন কখন কার্যকর হবে এবং এর ফলে কত বেতন বৃদ্ধি পাবে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে, অষ্টম বেতন কমিশন সম্পর্কে আলোচনা তীব্র হয়েছে। কর্মচারীরা ক্রমাগত এর প্রভাব বোঝার চেষ্টা করছেন, বিশেষ করে বকেয়া বেতন এবং বেতন ও পেনশন বৃদ্ধি হবে কিনা উঠছে প্রশ্ন। এসবের মাঝেই এখন শোনা যাচ্ছে, নাকি অষ্টম বেতন পে কমিশনের আওতায় পেনশনভোগীরা DA বৃদ্ধি ও অষ্টম পে কমিশনের সুবিধা পাবেন না! সত্যিই কি তাই? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

পেনশনভোগীরা অষ্টম বেতন পে কমিশনের সুবিধা পাবেন না?

সপ্তম বেতন কমিশনের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেষ হচ্ছে। তাই, ভবিষ্যতে বেতন এবং পেনশন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যেই ৮ম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করেছে। এখন, সকলেই নতুন বেতন বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের সুবিধা পাবেন না বা কোনও মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পাবেন না। এই দাবি লক্ষ লক্ষ পেনশনভোগী এবং কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি এবং উদ্বেগের সৃষ্টি করেছে। সত্যিই কি তাই?

যদিও এবার এই বিষয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। ভাইরাল হওয়া দাবি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে, এই ধরণের সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিকর। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে ২০২৫ সালের অর্থ আইনের অধীনে পেনশনভোগীদের সুযোগ-সুবিধা প্রত্যাহার করা হয়নি এবং অষ্টম বেতন কমিশন বা ডিএ সম্পর্কিত কোনও সুবিধাও বাতিল করা হয়নি।

অবসরকালীন সুবিধা কী শেষ হয়ে যাবে?

সরকার আরও জানিয়েছে যে পেনশন নিয়মের সংশোধনীগুলি সাধারণ পেনশনভোগীদের প্রভাবিত করার উদ্দেশ্যে নয়। এই পরিবর্তনগুলি শুধুমাত্র কিছু বিশেষ এবং ব্যতিক্রমী ক্ষেত্রে প্রযোজ্য। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই দাবিগুলির সত্যতা যাচাই করেছে এবং স্পষ্ট করেছে যে কেন্দ্রীয় সরকার এমন কোনও নতুন নীতি প্রণয়ন করেনি যা অবসর গ্রহণের পরে কর্মচারীদের অবসরকালীন সুবিধা বন্ধ করে দেবে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়া এই বার্তাটি সম্পূর্ণ ভুয়ো এবং সত্যের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুনঃ ২৫ লক্ষ মহিলা পাবে ফ্রি গ্যাস কানেকশন, চালু উজ্জ্বলা যোজনা ৩.০, ঘরে বসেই করুন আবেদন

পিআইবি অনুসারে, সিসিএস (পেনশন) বিধি ২০২১-এর সংশোধনী বিধি ৩৭ (২৯সি) এর সাথে সম্পর্কিত। এই সংশোধিত বিধানটি কেবলমাত্র অবসরপ্রাপ্ত পিএসইউ (পাবলিক সেক্টর আন্ডারটেকিং) কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেয় যাদের গুরুতর অসদাচরণের কারণে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। অবসরকালীন সুবিধা আটকে রাখা কেবলমাত্র এই ধরনের ক্ষেত্রেই অনুমোদিত।

 

Leave a Comment