প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বর বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের SIR খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। এমনকি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নাম বাদ গেছে একাধিকের, আর তাতেই রাজনৈতিক মহলে ধুন্ধুমার শুরু হয়েছে। বিকেলেই বৈঠক ডাকেন মমতা (Mamata Banerjee)। উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি দেবাশিস কুমার-সহ একাধিক কাউন্সিলর ও দলের শীর্ষ নেতারা। সেখান থেকেই নাম বাদ পড়া ভোটারদের পাশে দাঁড়াতে বিশেষ নির্দেশ দিলেন BLA- দের।
২১.৭১ শতাংশ নাম বাদ তালিকায়
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মোতাবেক, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। কিন্তু এত ভোটারের মধ্যে ডিজিটাইজড বা ভেরিফায়েড তালিকায় রয়েছে মাত্র মাত্র ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জনের নাম। অর্থাৎ প্রায় ৪৪ হাজার ৭৮৬ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় ২১.৭১ শতাংশ। নজরকাড়া বিষয় হল বাদ পড়া নামের একটি বড় অংশে ভোটারদের ‘মৃত’ বলে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খসড়া তালিকায় বড়সড় গরমিল সামনে আসতেই তাই অবিলম্বে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ BLA-দের নতুন করে ‘স্ক্রুটিনি’ বা খতিয়ে দেখার নির্দেশ দিলেন মমতা।
স্ক্রুটিনিতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ মমতার
রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের খসড়া তালিকা প্রকাশ্যে আসতেই বিকেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে ভবানীপুর বিধানসভা এলাকার তৃণমূলের BLA-দের নিয়ে জরুরি বৈঠকে বসেন। সেখানে এত ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের প্রতি উষ্মা প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত এক নেতা জানিয়েছেন, কলকাতা পুরসভার ৬৩, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৭ এবং ৮২ ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা। তার মধ্যে ৭০,৭২ এবং ৭৭ নম্বর ওয়ার্ড থেকে বেশি সংখ্যায় ভোটার বাদ গিয়েছে। পাশাপাশি ৭৭ নম্বর ওয়ার্ডটি আবার সংখ্যালঘু অধ্যুষিত, তাই সব ওয়ার্ডের স্ক্রুটিনিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মেট্রো উদ্বোধনের পর এবার জাতীয় সড়ক, বাংলাকে বড় উপহার দিতে চলেছেন মোদী
বৈঠকে কী বলছেন মমতা?
কালীঘাটের বাসভবনে দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় BLA-দের স্পষ্ট জানিয়েছেন SIR শুনানিতে সবার পাশে দাঁড়াতে হবে। পাড়ায় পাড়ায় ক্যাম্পে সমস্ত ধরণের সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলেছেন৷ তিনি আরও বলেছেন, ‘‘কাগজ নিয়ে যাদের অসুবিধা হচ্ছে তাদের মে আই হেল্প ইউ ক্যাম্পে নিয়ে যান। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করুন। যাঁদের নাম বাদ গেছে তাঁদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত অথচ মৃত দেখানো হচ্ছে কিনা তা খুঁজে দেখতে হবে। বহুতলে বেশি করে নজর রাখুন।’’