প্রীতি পোদ্দার, কলকাতা: SIR-এর প্রাথমিক কর্মসূচির পর অবশেষে প্রকাশিত হল বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। নাম বাদ পড়েছে একাধিক ভোটারের। তা নিয়ে বেশ কয়েক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। প্রাথমিক তথ্যে জানা গেছে, খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। এবার যারা বাদ পড়েছেন, তাঁদের জন্য শুনানির ব্যবস্থাও করা হয়েছে। সব অভাব-অভিযোগ খতিয়ে দেখে শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু শোনা যাচ্ছে যাঁদের নাম খসড়া ভোটার তালিকায় উঠেছে তাঁদেরকেও নাকি এবার চিন্তার মুখে পড়তে হবে। কারণ এখন থেকেই শুরু হবে বাছাই পর্ব।
খসড়া তালিকায় নাম উঠলেও সংশয়
গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি শুরু হয়েছে। আর তখন থেকেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে একাধিক তর্ক বিতর্ক। শাসকদলের একাংশ দাবি করছে কমিশন বিজেপির কথাতে অসংখ্য বৈধ ভোটারদের অবৈধদের তালিকায় ফেলছে। আর তাই নিয়েই যত ঝামেলা। এরপর গতকাল অর্থাৎ ১৬ ডিসেম্বর প্রকাশিত হল পশ্চিমবঙ্গের SIR এর খসড়া তালিকা। তাতেই দেখা যাচ্ছে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে। কিন্তু খসড়া তালিকায় নাম উঠে গিয়েছে দেখেই নিশ্চিন্ত হওয়ার জো নেই ভোটারদের। কারণ এখনও তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তাতেই মাথায় হাত সকলের।
সন্দেহের তালিকায় ১ কোটি ৬৬ লক্ষ রাজ্যবাসী
আসলে রাজ্যে SIR এর দিনক্ষণ ঘোষণা করার সময় রাজ্যে মোট ভোটারের সংখ্যা উঠেছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। সেক্ষেত্রে কমিশন জানিয়েছে যে, এনুমারেশন ফর্মে শুধুমাত্র সই থাকলেই খসড়া তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে। আর তাতেই, মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় নাম রয়েছে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের। কিন্তু কমিশনের সন্দেহ খসড়া তালিকায় ওঠা সকলেই রাজ্যের আদৌ বৈধ ভোটার কি না। সন্দেহের তালিকায় নাম উঠে এসেছে প্রায় ১ কোটি ৬৬ লক্ষ রাজ্যবাসীর। তাঁরা রাজ্যের বৈধ ভোটার কি না, তা পুরোপুরি নিশ্চিত হতে তাঁদের কমিশনের শুনানিতে ডেকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। যাচাই করা হবে তথ্য এবং শুনানিতে সন্তুষ্ট না-হলে বাদ দেওয়া হবে নাম।
আরও পড়ুন: খসড়া তালিকা প্রকাশ হতেই বড় নির্দেশ মমতার
কমিশন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই খসড়া তালিকার মধ্যে ৩০ লক্ষেরও বেশি ভোটারকে শুনানির মুখোমুখি হতে হবে। জানা গিয়েছে, রাজ্যের ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জন ভোটার ২০০২ সালের তালিকার সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি। এদিকে এদের সকলের নামই কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় রয়েছে। তাই তাঁরা রাজ্যের বৈধ ভোটার কি না, তা নিশ্চিত করতে তাঁদের সকলকেই ডেকে পাঠানো হবে শুনানির জন্য। এছাড়াও সন্দেহের তালিকায় রয়েছেন প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটার। তাঁদের নামও খসড়া তালিকায় রয়েছে। তবে সকলকেই যে শুনানিতে ডাকা হবে, এমন নয়। এনুমারেশন ফর্মে যে ভোটারের কথা বলা হচ্ছে, বাস্তবেও তিনি একই ব্যক্তি কি না তা যাচাই করে দেখবেন BLO-রা। সন্দেহ বাড়লে তাঁদের ডেকে পাঠানো হবে শুনানির জন্য।