বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা ম্যাচের মাঝে অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় দলের দাপুটে ওপেনার যশস্বী জয়সওয়াল। অবস্থা গুরুতর হওয়ায় তড়িঘড়ি ভারতীয় তারকাকে ভর্তি করতে হল হাসপাতালে (Yashasvi Jaiswal Hospitalized)। জানা গিয়েছে, মুম্বই বনাম রাজস্থান সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে হঠাৎ পেটে প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করে যশস্বীর। আর তারপরই কোনও রকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি খেলোয়াড়কে ভর্তি করা হয় হাসপাতালে। এখন কেমন আছেন ভারতীয় তারকা?
পেটে প্রচন্ড যন্ত্রণা নিয়ে ব্যাট করেন জয়সওয়াল
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ব্যাট করতে নেমে প্রথম থেকেই পেটে প্রচন্ড যন্ত্রণা অনুভূত হচ্ছিল যশস্বীর। তবে শুরুর দিকে মুখে রা করেননি তিনি। যন্ত্রণা নিয়েই ব্যাট করছিলেন ভারতীয় ক্রিকেটার। এদিন 16 বলে 15 রান করার পরই জয়সওয়ালকে দেখে বোঝা যাচ্ছিল শারীরিক অস্বস্তিতে ভুগছেন তিনি। খেলা যখন একপর্যায়ে শেষের দিকে ঠিক তখনই যন্ত্রণা আরও মাথাচাড়া দিয়ে ওঠে। আর তারপরই তড়িঘড়ি তাঁকে মাঠ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আপাতত যা খবর, হাসপাতালে ভর্তি করানোর কিছু সময়ের মধ্যেই আল্ট্রাসাউন্ড বা ইউএসজি এবং সিটি স্ক্যান করানো হয় ভারতীয় ক্রিকেটারের। তারপরই চিকিৎসকরা বুঝতে পারেন, খেলোয়াড়ের অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরাইটিস হয়েছে। এরপরই খেলোয়াড়ের চিকিৎসা পর্ব সারিয়ে মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও আপাতত কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, কয়েকদিন অন্তর অন্তর হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষাও করাতে হবে তাঁকে। তবে আপাতত খেলোয়াড়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। পেটের যন্ত্রনাও কমেছে বলেই খবর।
অবশ্যই পড়ুন: কোন প্লেয়ার কত টাকা পেলেন? রইল KKR-র খেলোয়াড়দের তালিকা 2026
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি যশস্বী। তবে এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলেছিলেন তিনি। আসলে, শুভমন গিলের অনুপস্থিতিতে তাঁর উপর ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতে যাওয়া ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে গিল থাকাকালীন তাঁর জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে।