ওমান সফরে প্রধানমন্ত্রী মোদী, ১০ হাজার টাকায় সেখানে কদিন কাটানো যাবে? জানুন হিসাব

PM Modi Oman Visit

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশের সফরে বেরিয়েছেন। জর্ডান এবং ইথিওপিয়া সফর শেষ করে আজ তিনি পৌঁছেছেন ওমানে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, দীর্ঘ ৮ বছর পর প্রধানমন্ত্রী ওমান সফর করছেন (PM Modi Oman Visit)। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে ওমানের সুলতান ভারতবর্ষে এসেছিলেন। তবে এখন প্রশ্ন জাগতে পারে, ওমানে ভারতীয় টাকা ঠিক কতটা কার্যকর?

১ ওমানি রিয়ালের দাম কত?

বলে রাখি, ওমানের মুদ্রা রিয়াল বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা হিসেবে পরিচিত। এমনকি মার্কিন ডলারের থেকেও এর দাম বেশি। বর্তমান হিসাব অনুযায়ী, ১ ওমানি রিয়াল মানে ভারতীয় টাকায় প্রায় ২৩৪ টাকা। এর অর্থ, যদি কেউ মাসিক কয়েক হাজার রিয়াল আয় করে, তাহলে সে ভারতীয় মুদ্রায় কয়েক লক্ষ টাকার মালিক।

১০ হাজার টাকা দিয়ে ওমানে কতদিন থাকা সম্ভব?

ধরুন, আপনার কাছে ১০,০০০ টাকা রয়েছে। সেক্ষেত্রে ওমানের মুদ্রায় তার পরিমাণ দাঁড়ায় ৪২.২৯ রিয়াল। তবে এই টাকায় আপনি যদি খাওয়া-দাওয়া করেন, তাহলে স্ট্রিট ফুড বা সস্তার খাবারে খেতে গেলে প্রতিবারে ১ থেকে ২ রিয়াল লাগবে। আর দিনে দু’বেলা খেলে খরচ পড়বে ৩ থেকে ৪ রিয়াল। পাশাপাশি থাকা এবং যাতায়াতের ক্ষেত্রে বাজেট হোটেলে দিনে প্রায় ৪০ থেকে ৬০ ডলার খরচ হয়। আর স্থানীয় যাতায়াত বেশ খরচসাপেক্ষ তা বলা চলে। সবমিলিয়ে ৪২ রিয়ালে এটি ব্যস্ত দিন কোনওক্রমে কাটানো সম্ভব। অথবা অত্যন্ত সংস্থার হোটেল বা শুধুমাত্র স্ট্রিট ফুডে ভরসা রাখলে ১-২ দিন টেনেটুনে চালানো যাবে। তবে ভ্রমণ মোটেও আরামদায়ক হবে না।

আরও পড়ুন: মধ্যবিত্তদের জন্য সুখবর, কমল রুপো ও সোনার দাম, আজকের রেট

এবার যদি কেউ ওমানে আরামদায়ক ভ্রমণ করতে চায়, অর্থাৎ স্বাভাবিক হোটেলে থাকতে চায়, ভালো খাবার খেতে চায় আর শহরে ঘুরে দেখতে চায়, তাহলে ১০,০০০ টাকার অনেক বেশি বাজেট দরকার হবে। তাই ওমানে ভ্রমণের ক্ষেত্রে আগেভাগে বাজেট পরিকল্পনা না করলে সমস্যায় পড়তে হতে পারে। উল্লেখ্য। ওমানি মুদ্রার শক্তিশালী হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণও কাজ করে। প্রথমত, সেই দেশের উন্নত অর্থনীতি এবং কম জনসংখ্যা ও উচ্চ মাথাপিছু আয়। পাশাপাশি বিপুল তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ তো রয়েছেই। সেই কারণে ওমানি রিয়াল আজ বিশ্বের সবথেকে মূল্যবান মুদ্রা।

Leave a Comment