বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার, IPL নিলামজুড়ে ঝড় তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। শহরের এই দলটার সাথে চোখে চোখ রেখে লড়তে পেরেছিল শুধুই চেন্নাই সুপার কিংস। যদিও সেই লড়াইয়ে সিংহভাগ জয়টাই এসেছে নাইটদের ঘরে। তবে সেসবের মধ্যে দিয়েও নিজেদের বেশ কিছু পছন্দের খেলোয়াড়কে মোটা টাকায় কিনে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CSK Player List 2026)। সবচেয়ে অবাক করা বিষয়, ভারতের দুই অনভিজ্ঞ খেলোয়াড় কার্তিক শর্মা এবং প্রশান্ত বীরকে 14 কোটি 20 লাখ টাকা করে কিনে নিয়েছে থালার দল। চেন্নাই ভক্তদের একাংশের দাবি, এই দুই আনক্যাপডই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জাদু দেখাবে…. চলুন দেখে নেওয়া যাক আর কাকে কাকে কিনলো চেন্নাই সুপার কিংস।
নিলাম থেকে কোন কোন প্লেয়ারকে কিনল CSK?
প্রথম প্লেয়ার: আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)
দাম: 2 কোটি টাকা
দ্বিতীয় প্লেয়ার: প্রশান্ত বীর (ভারতীয়)
দাম: 14 কোটি 20 লাখ টাকা
তৃতীয় প্লেয়ার: কার্তিক শর্মা (ভারতীয়)
দাম: 14 কোটি 20 লাখ টাকা
চতুর্থ প্লেয়ার: ম্যাথিউ শর্ট (অস্ট্রেলিয়া)
দাম: 1.5 কোটি টাক
পঞ্চম প্লেয়ার: আমান খান (ভারতীয়)
দাম: 40 লাখ টাকা
ষষ্ঠ প্লেয়ার: সরফরাজ খান (ভারতীয়)
দাম: 75 লাখ টাকা।
সেপ্তম প্লেয়ার: ম্যাট হেনরি
দাম: 2 কোটি টাকা
অষ্টম প্লেয়ার: রাহুল চাহার (ভারতীয়)
দাম: 5 কোটি 20 লাখ টাকা
নবম প্লেয়ার: জাকারি গ্লেন ফাউলকস (নিউজিল্যান্ড)
দাম: 75 লাখ টাকা
অবশ্যই পড়ুন: ম্যাচের মাঝেই হাসপাতালে ভর্তি যশস্বী জয়সওয়াল, কী হয়েছে ভারতীয় তারকার?
এক নজরে CSK র IPL 2026 এর স্কোয়াড
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, মহেন্দ্র সিং ধোনি, সাঞ্জু স্যামসন, ডেওয়াল্ড ব্রেভিস, উর্ভিল প্যাটেল, শিভম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খলিল আহমেদ, অনশুল কাম্বোজ, গুরজাপনিত সিং, শ্রেয়াস গোপাল, মুকেশ চৌধুরী, নাথান এলিস, আকিল হোসেন, প্রশান্ত ভীর, কার্তিক শর্মা, ম্যাথু শর্ট, আমান খান, সাফরাজ খান, ম্যাট হেনরি, রাহুল চাহার, জ্যাক ফোলকস।