যুবভারতী কাণ্ডে ৩০০ কোটির দুর্নীতির অভিযোগ, অরূপ-সুজিতের গ্রেফতারির দাবি শুভেন্দুর

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার যুবভারতীতে এসেছিলেন আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি। সঙ্গে ছিলেন আরও দুই জনপ্রিয় ফুটবলার লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। কিন্তু মাত্র ২৩ মিনিটের মধ্যেই নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে হয় তাঁদের। অভিযোগ ওঠে, রাজনৈতিক নেতা, মন্ত্রী এবং সেলিব্রেটিদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। এদিকে এই মেসিকে দেখার জন্যই হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিল বহু দর্শককে। তাই সেই নিয়ে সকলে এতটাই রাগে উত্তেজিত হয়ে ওঠে যে একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়। এবার সেই ঘটনায় অরূপ-সুজিতের গ্রেফতারের দাবি জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

যুবভারতীতে মেসি কাণ্ডের জেরে সরব বিজেপি

স্থানীয় রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ বুধবার সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করা। তাঁদের সকলে হাতে ছিল সরকার-বিরোধী নানা প্ল্যাকার্ড। যুবভারতীতে মেসিকে ঘিরে অনুষ্ঠানে যে বিশৃঙ্খলা ও অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনাকে সামনে রেখে এদিন তীব্র ভাষায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন তাঁরা। শুভেন্দু এদিন স্পষ্ট জানিয়ে দেন যে, এই ঘটনার জন্য কেন্দ্রীয় বা নিরপেক্ষ সংস্থার তদন্ত হওয়া খুব জরুরি। তাঁর অভিযোগ, সাধারণ দর্শকদের বলির পাঁঠা করা হয়েছে, অথচ ঘটনার প্রকৃত দায়ীদের আড়াল করা হচ্ছে।

অরূপ-সুজিতের গ্রেপ্তারের দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী যুবভারতী ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রতি অভিযোগ জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসেননি, তাই আমাকে আসতে হয়েছে। ভাঙা স্টেডিয়াম দেখতে এসেছি। শনিবার মেসির অনুষ্ঠানে প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। এই ঘটনার দায় এড়ানো যাবে না।” এছাড়াও এদিন তিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ মন্ত্রী সুজিত বসুর নাম উল্লেখ করে তাঁদের দুজনের গ্রেফতারির দাবিও তোলেন। শুভেন্দুর অভিযোগ, ভোটের মুখে মেসিকে এনে প্রচারের খরচ তুলতেই ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ এর প্রতিশোধ নেবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে।

আরও পড়ুন: ২০২৬-এ সরস্বতী পূজা কত তারিখে? রইল সময়সূচী, তিথি, পুষ্পাঞ্জলি মন্ত্র ও পূজার নিয়ম

এদিন যুবভারতীর ভাঙচুর হওয়া অংশ ঘুরে দেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। “ছি মমতা ছি” স্লোগানে মুখরিত হয়ে ওঠে যুবভারতী চত্বর।পাশাপাশি, ওই দিন স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় যেসব দর্শককে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিও তোলেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, ধৃত দর্শকদের আইনি সহায়তা দেওয়া হবে এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর স্থগিতাদেশ চেয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জানা গিয়েছে, এ দিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়েছিলেন শুভেন্দু। অভিযোগ, যুবভারতীর সব গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরে বচসার জেরে সেই গেট খোলা হয়।

Leave a Comment