“ভারতীয় ফুটবলের এমন অবস্থা জানলে আসতেন না মেসি”, বোমা ফাটালেন হাবাস!

Antonio López On Lionel Messi India tour

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাড্ডায় পড়েছে ভারতীয় ফুটবল। সাম্প্রতিককালে এক অজানা ঝড়ো হওয়ায় একেবারে কুপোকাত অবস্থা দেশের ফুটবল লিগগুলির। নতুন মরসুম শুরু হয়ে গেলেও ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL নিয়ে অনিশ্চয়তা আজও কাটেনি। শুরু করা যায়নি, আই লিগও। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কী, এই উত্তর নেই কারো কাছেই। এক কথায়, ঘোর টানাপড়েনের মাঝে ভারতীয় ফুটবলের আকাশে সিঁদুরে মেঘ। এমন পরিস্থিতিতে ভারত সফর করে গিয়েছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। এবার তা নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাস।

ভারতীয় ফুটবলের এমন অবস্থা জানলে আসতেন না মেসি?

কিছুদিন আগেও মেসির উপস্থিতিতে শীতের আমেজ উধাও হয়ে বেড়েছিল উত্তাপ। আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিয়েছিল ভারত। তবে দিল্লিতে শহরের শেষ সময় কাটিয়ে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরে গিয়েছেন LM10। আর তারপরেই ভারত প্রসঙ্গে আবেগঘন অনুভূতি ভাগ করে নিয়েছেন ফুটবলার। এরই মাঝে এক বিস্ফোরক মন্তব্য করে সবকিছু যেন ওলট-পালট করে দিলেন মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাস।

গোট ইন্ডিয়া ট্যুর নিয়ে কথা বলতে গিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাবাস লিখেছেন, “ভারতে আজকের দিনে পেশাদার এবং অপেশাদার ফুটবলের অবস্থা পুরোপুরি শোচনীয় এবং অবক্ষয়গ্রস্ত। এমন একটা সময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করাকে আমি অত্যন্ত লজ্জাজনক বলে মনে করি।” স্প্যানিশ কোচ এও লেখেন, “পেশাদার খেলোয়াড় থেকে শুরু করে কোচ, তাঁরা কেউই জানেন না কবে আবার খেলতে পারবেন। অনেককে তো আবার মাসের পর মাস বেতনও দেওয়া হয়নি। আমি পুরোপুরি নিশ্চিত, মেসি যদি এইসব কথা জানতেন তাহলে তিনি এই ধরনের অনুষ্ঠানে যোগই দিতেন না।”

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: যুবভারতী কাণ্ডে ৩০০ কোটির দুর্নীতির অভিযোগ, অরূপ-সুজিতের গ্রেফতারির দাবি শুভেন্দুর

প্রসঙ্গত, লিওর ভারত সফরের শুরুটা হয়েছিল ফুটবলের মক্কা অর্থাৎ কলকাতার অনুষ্ঠান দিয়ে। তবে তিলোত্তমার বুকে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সফর ঘিরে যে ঘটনা ঘটে গেল, যে বিশৃঙ্খলা ছড়িয়েছিল গোটা ফুটবল জগতে.. তা আমৃত্যু ভুলতে পারবেন না ভারতের ফুটবল প্রিয় মানুষজন। আর এসব নিয়েই সম্প্রতি মেসিকে ভারতে নিয়ে আসার নেপথ্যে থাকা উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন ক্রীড়ামহলের অনেকেই। এবার ভারতের বাইরে থেকেই সরাসরি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন মোহনবাগানকে এক সময় কোচিং করানো হাবাসও।

Leave a Comment