প্রীতি পোদ্দার, কলকাতা: বহু তর্ক বিতর্কের পর SIR এনুমারেশন পর্ব শেষে গতকাল অর্থাৎ ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকাতে এনুমারেশন ফর্ম জমা দেওয়া প্রায় সকলেরই নাম আছে। আর সেই তালিকায় এবার নাম উঠে এল SIR আতঙ্কে (SIR Panic) আত্মঘাতী উলুবেড়িয়ার জাহির মালের নাম। আর তাতেই স্বামীর মৃত্যু যন্ত্রণায় আরও ভেঙে পড়লেন স্ত্রী রোজিনা।
SIR আতঙ্কে আগেই আত্মঘাতী যুবক
আসলে SIR পর্ব শুরু হতেই বঙ্গে যখন ‘আতঙ্কে’র পরিবেশ তৈরি হয়েছিল, তাতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন রাজাপুরের খলিসানি পঞ্চায়েতে ৭ নম্বর বুথের বাসিন্দা জাহির মাল। কারণ ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। বেশ চিন্তায় ছিলেন তিনি, বাড়ির সকলে তাঁকে বুঝিয়ে ছিল কিন্তু কিছুতেই কিছু হয়নি, আতঙ্কের জেরেই আত্মঘাতী হয়েছিলেন জাহির। এদিকে খসড়া তালিকা প্রকাশ্যে আসতেই জ্বলজ্বল করল তাঁর নাম। আর সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়ে গেল নয়া শোরগোল।
শোকাহত গোটা পরিবার
SIR আতঙ্কে জাহির মাল আত্মঘাতী হওয়ায় পরিবারের সকলে শোকে ভেঙে পড়েছিলেন। জাহিরের স্ত্রী রোজিনা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে, “জাহির নাকি সারাদিন মোবাইলে SIR সংক্রান্ত বিষয় নিয়ে খবর ঘাটতেন এবং আতঙ্কিত হতেন। মোবাইলে ফেক খবর দেখে, সে সবসময় ভাবতো যেহেতু তার নাম ২০০২ সালে ভোটার তালিকায় নাম নেই, তাই বাংলাদেশি বলে দেশছাড়া হবে।” জাহিরের মা রাবিয়া বিবিও জানান, ছেলেকে তিনি অনেক বুঝিয়েছিলেন। তবে গতকাল খসড়া তালিকায় জাহিরের নাম দেখতে পান পরিবারের সদস্যরা। যদিও খসড়া তালিকায় নাম উঠেছিল জাহিরের। তবে মৃত হিসেবে।
আরও পড়ুন: যুবভারতী কাণ্ডে ৩০০ কোটির দুর্নীতির অভিযোগ, অরূপ-সুজিতের গ্রেফতারির দাবি শুভেন্দুর
প্রসঙ্গত, প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ১ কোটি ৬৩ লক্ষ ৫১ হাজার ১৭৩ জন ভোটারের ক্ষেত্রে কোনও না কোনও তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। তবে টেকনিক্যাল ত্রুটির পর সেই সংখ্যা নেমে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম কাটা পড়েছে খসড়া তালিকা থেকেই। এমতাবস্থায় গতকাল থেকেই SIR হিয়ারিং পর্ব শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। সব ভোটারকেই কম বেশি শুনানিতে ডাকা হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী হিয়ারিংয়ে থাকবেন ERO বা AERO। উল্লেখিত দিনে যদি কোনও ভোটার শুনানিতে হাজির হতে না পারেন, তাহলে সঙ্গত কারণ দেখালে তাঁকে পরবর্তীতে ফের সময় দেওয়া হবে বলেও জানানো হয়েছে।