ফের শিক্ষক নিয়োগে দুর্নীতি! সরাসরি ৩১৩ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের শিক্ষকদের চাকরি বাতিলের মুখে পড়ল রাজ্য! পাহাড়েও শিক্ষকদের নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসায় এবার ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court)। বছর শেষের মুহূর্তে এমন আকস্মিক নির্দেশে রীতিমত হাহাকার পড়ে গেল কোর্ট চত্বরে। এর আগে SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করেছিল হাইকোর্ট। এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রেখেছিল। এখনও কাটেনি সেই দুঃস্বপ্নের রাত, আর এই আবহে ফের একবার চাকরি বাতিলের নির্দেশ এল হাইকোর্টের তরফে।

বাতিল হল ৩১৩ জন শিক্ষকের চাকরি

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বুধবার, গোর্খা টেরিটোরিয়াল প্রশাসনের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে। আর সেই মামলার শুনানিতে বিস্ফোরক নির্দেশ দেন বিচারপতি। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে , ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল করা হবে। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত জারি থাকবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন বিচারপতি বসু। জানা গিয়েছে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত জিটিএ-র নিয়ন্ত্রণাধীন অঞ্চলে নিয়োগ হয়েছিল। কোনও বিজ্ঞপ্তি ছাড়াই একতরফা নিয়োগ হয় বলে অভিযোগ। মানা হয়নি কোনও বিধি। আর তাতেই এবার বড় সিদ্ধান্ত নিল আদালত।

মামলায় জড়িয়েছিল একাধিক তৃণমূল নেতা

উল্লেখ্য, পাহাড়ে জিটিএ-র নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। এদিকে এই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছিল বিনয় তামাং এবং তৃণমূল যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে। সেই দুর্নীতির জল হাইকোর্টে পৌঁছয়। সেই মামলার শুনানিতে প্রাথমিক পর্যায়ে CBI অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু ডিভিশন বেঞ্চও সেই রায়কেই বহাল রাখে। এরপর এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। যদিও পরবর্তী সময়ে এই মামলা ফের ফিরে আসে কলকাতা হাই কোর্টে। আর তাতেই বড় ধাক্কা খেল রাজ্য।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ফের অ্যাকশন ভারতের! ঢাকায় ভিসাকেন্দ্র বন্ধ করে রাষ্ট্রদূতকে দিল্লি তলব

প্রসঙ্গত, GTA-র অধীন দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়ং অঞ্চলের স্কুলগুলিতে ২০১৯ সাল থেকে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে এসেছিল। দীর্ঘদিন ধরেই এই মামলার শুনানি চলছিল, অবশেষে প্রকাশ্যে এল বড় রায়। এদিকে এই রায়ের ফলে পাহাড়ের শিক্ষাব্যবস্থা নিয়ে উঠল একাধিক প্রশ্ন। কটাক্ষ শুরু করেছে বিরোধীদের একাংশ। কারণ, এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবার দেখার পালা এই রায় ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করে কিনা।

Leave a Comment